Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর আগের চ্যাম্পিয়ন দেপোর্তিভোর তৃতীয় বিভাগে অবনমন


২২ জুলাই ২০২০ ১৫:১৯

‘দ্য জায়ান্ট হ্যাজ ফলেন’ হ্যাঁ ঠিক এটাই স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছে যখন দেপোর্তিভো লা করুনা স্প্যানিশ তৃতীয় বিভাগ ফুটবলে অবনমিত হয়েছে। এক দিয়ে অবশ্য দেপোর্তিভোর সঙ্গে বেশ অনিয়মই হয়েছে। কেননা মৌসুমের শেষ ম্যাচে খেলতে না পারার কারণেই স্প্যানিশ সেকুন্দা ডিভিশন অর্থাৎ দ্বিতীয় বিভাগ থেকে অবনমিত হয়ে নেমে যেতে হয়েছে ১৯৯৯/২০০০ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়নদের।

১৯৯০ থেকে ২০০০ এই সময়টাতে বেশ দাপটের সঙ্গেই লা লিগায় নিজেদের আধিপত্য দেখিয়েছে দেপোর্তিভো লা করুনা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা ভ্যালেন্সিয়া, সেভিয়াদের মতো জায়ান্ট দল লা লিগায় খেলা স্বত্বেও ১৯৯৯/২০০০ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল দেপোর্তিভো। কেবল তাইই নয় ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুর্দান্ত দলকেও চ্যাম্পিয়নস লিগে হারিয়ে দিয়েছিল এই দেপোর্তিভো।

বিজ্ঞাপন

সেবার ওল্ড ট্রাফোর্ডে ৩-২ গোলের ব্যবধানে জিতেছিল দেপোর্তিভো। আর ওই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও পৌঁছেছিল দেপোর্তিভো। সময় কীভাবে পরিবর্তন হয়ে যায় তারই বাস্তব চিত্র দেখাল স্প্যানিশ সাবেক এই চ্যাম্পিয়ন দলটি। প্রতিপক্ষের খেলোয়াড়দের করোনভাইরাস পজিটিভ আসায় ম্যাচ বাতিল হয়ে গেছে দেপোর্তিভো লা করুনার।

লা লিগার অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘লা লিগার কোভিড-১৯ ব্যবস্থাপনা বিভাগ জানতে পেরেছে যে ফিউনলাব্রাডার বেহস কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত। আর তাই তো দেপোর্তিভো এবং ফিউনলাব্রাডার মধ্যকার ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং লা লিগা।’

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে ফিউনলাব্রাডার ছয়জন খেলোয়াড় এবং দুইজন কোচিং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত।

আর এভাবেই এক সময়কার চ্যাম্পিয়ন দল অবনমিত হতে হতে তৃতীয় বিভাগের ফুটবলে গিয়ে ঠেকেছে। ১৯৯০ এবং ২০০০ সালের প্রথম দিকে দুর্দান্ত দাপটের সঙ্গে লা লিগায় খেলছিল দেপোর্তিভো লা করুনা। এর মধ্যে হ্যাভিয়ের  ইরুরেতার অধীনে রিয়াল মাদ্রিদ ২০০০ সালে স্প্যানিশ লা লিগা জয় করে। এছাড়াও ২০০২ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপাও জয় করে এই ক্লাবটি। আর ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলে দলটি।

আর এর ঠিক ১৬ বছর পর নেমে যেত হলো স্প্যানিশ তৃতীয় বিভাগের ফুটবলে। ২০১৮ সালে দেপোর্তিভো দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছিল। গতবার অবশ্য আবারও লা লিগায় ফিরে আসার সম্ভবনা দেখা দিয়েছিল ক্লাবটির তবে মায়োর্কার বিপক্ষে প্লে-অফে হেরে খেলতে হয়েছিল দ্বিতীয় বিভাগেই।

তৃতীয় বিভাগ ফুটবল দেপোর্তিভো লা করুনা রেলিগেশন সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন স্প্যানিশ চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর