Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলেও কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি


৮ মার্চ ২০১৮ ১১:৩৬

সারাবাংলা ডেস্ক

চলতি মৌসুমে প্রায় অজেয় ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হেরেছে। তবে, এফসি বাসেলের বিপক্ষে হারলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা। তার আগে সুইস চ্যাম্পিয়নদের কাছে অঘটনের শিকার হতে হলো সিটিজেনদের।

ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটিজেনদের ২-১ গোলে হারায় বাসেল। তবে, প্রথম লেগে বাসেলের মাঠ থেকে ৪-০ গোলের লিড এগিয়ে দেয় সিটিজেনদের। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে কোনো দল নিজেদের মাঠে চার গোল হজম করে পরের পর্বে যেতে পারেনি। তাই শেষ আটে উঠতে হলে ইতিহাস গড়তে হতো বাসেলকে।

ম্যাচের ৮ মিনিটেই অবশ্য এগিয়ে যায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। চলতি বছর শুরুর একাদশে প্রথম নেমেই গোলের দেখা পান গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান এ তারকার গোলেই লিড পায় সিটিজেনরা। সপ্তদশ মিনিটে সমতায় ফেরে বাসেল। মরক্কো বংশোদ্ভূত নরওয়ের ফরোয়ার্ড মোহামেদ এলাওনৌসির গোলে সমতায় ফেরে অতিথিরা। ৭১তম মিনিটে এলাওনৌসির বাড়ানো বল থেকে মাইকেল ল্যান গোল (২-১) করেন।

দিনের অপর ম্যাচে জিতেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-২ গোলে ড্র হলেও দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। নিজেদের মাঠে ড্র করলেও ফিরতি লেগে জুভিরা টটেনহ্যাম হটস্পারের ঘরের মাঠে জিতেছে। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে গেল হিগুয়েন-দিবালাদের জুভেন্টাস।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর