কমনওয়েলথের জরুরি সভায় ক্রীড়া প্রতিমন্ত্রীর যোগদান
২৩ জুলাই ২০২০ ২২:১২
ঢাকা: কমনওয়েলথ সচিবালয় আয়োজিত ‘কমনওয়েল মিনিস্টিারিয়াল ফোরাম অন স্পোর্ট অ্যান্ড কোভিড-১৯’ এক জরুরি সভায় অংশগ্রহণ করেন দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে তিনি এই ভার্চুয়াল প্রাটফর্মে অংশ নিয়েছেন।
কেনিয়ার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড. আমিনা মোহাম্মদের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় কমনওয়েলথ এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি ও কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রসমূহের ক্রীড়া মন্ত্রীগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনা পরিস্থিতির এ দুঃসময়ে বিশ্বের ক্রীড়াঙ্গনকে সচল করার লক্ষ্যে কমনওয়েলথ সচিবালয় কর্তৃক কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল সভা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে এমন একটি সুন্দর আয়োজন করায় আমি কমনওয়েলথ সচিবালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।’
করোনা প্রতিরোধে নেয়া উদ্যোগের কথা বর্ণনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আমরা অনেক স্টেডিয়াম, খেলার মাঠ, জিমনেসিয়াম ও শুটিং কমপ্লেক্স কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা উক্ত স্থাপনাসমূহ খেলাধুলা পরিচালনার জন্য ব্যবহার করতে পারছিনা। ইতোমধ্যে আমরা ভার্চুয়াল পদ্ধতিতে বিভিন্ন সভা আয়োজন ও পরিচালনা করছি।’
দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে নিয়মিত নির্দেশনা দেয়ার ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার জন্য ভার্চুয়াল পদ্ধতিতে প্রয়োজনীয় পরামর্শ/নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়া শ্যুটিং ফেডারেশন এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করছে। খেলোয়াড়/প্রশিক্ষক/ কোচদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।’
‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা যাতে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পূর্ণ উদ্যোগে খেলায় মনোনিবেশ করতে পারে।’ যোগ করেন তিনি।
করোনার এই কঠিন সময়ে খেলা সংশ্লিষ্টদের আর্থিক সহযোগিতার উদ্যোগের বিষয় নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের সরকারের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি মেনে স্পোর্টসকে মাঠে নিতে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে।’
এ সময়ে প্রতিমন্ত্রী কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্র সমূহকে স্পোর্টসের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘সময় এসেছে মাঠে খেলা ফেরাতে কমনওয়েলথ ভুক্ত সকল রাষ্ট্র সমূহকে একযোগে কাজ করার। প্রয়োজনে এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে হবে যেখান থেকে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। ’
অংশগ্রহণ কমনওয়েলথ জরুরি সভা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার