আইপিএলের সূচি চূড়ান্ত!
২৪ জুলাই ২০২০ ১৫:০৩
সপ্তাহ দেড়েকের ব্যবধানে স্থগিত হয়ে গেল এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের বড় দুটি ইভেন্ট হঠাৎ স্থগিত হওয়াতে আইপিএল আয়োজনে তোড়তোড় বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। শোনা যাচ্ছে, আইপিএলের সূচিও নাকি চূড়ান্ত! ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইক জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের এবারের আসর। শেষ হবে ৮ নভেম্বর। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সুচি নাকি জানিয়েও দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের কর্মকর্তা বলেছেন, ‘এখনও পর্যন্ত যা ঠিক করা হয়েছে তা হলো আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর, ফাইনাল ম্যাচ হবে ৮ নভেম্বর। সবমিলিয়ে ৫১ দিনের আয়োজন। এটা ফ্র্যাঞ্চাইজি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সুবিধার হবে।’
আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের। ঐ বৈঠকের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তথ্য মতে সেপ্টেম্বরের ১৯ তারিখে আইপিএল শুরু হলে আগস্টেই অনুশীলনে নেমে পড়ার কথা দলগুলোর।
এদিকে, আইপিএল শেষে অস্ট্রেলিয়ার পাড়ি জমাবে ভারতীয় দল। ৩ ডিসেম্বর থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে যাচ্ছে। তার আগে অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাট কোহলিদের। ফলে আইপিএল শেষ হতেই অস্ট্রেলিয়ার বিমান ধরার কথা ভারতীয় দলের।
বিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে গিয়ে আইন মোতাবেক সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয় দল। আইপিএলের ৫১ দিনের সূচির ভালো দিক হচ্ছে, এতে করে একদিনে খুব বেশি জোড়া ম্যাচ থাকবে না। আগের মতোই পাঁচটি জোড়া ম্যাচ আয়োজিত হবে।’