Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর বাফুফের নির্বাহী কমিটির সভা, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত


২৪ জুলাই ২০২০ ১৬:৩৩

ঢাকা: ফিফার চিঠিতে থমকে গেছে নির্বাচন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কেবল নির্বাচন আয়োজন করা হবে এমনটাই ঘোষণাও দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও রাজধানীতে গণপরিবহন সক্রীয় হয়েছে। আন্ত:শহর যোগাযোগ সক্রীয় আছে স্বাস্থ্যবিধি মেনে। তবে বাফুফের নির্বাচন এর মধ্যেই হবে কবে এটাও চূড়ান্ত হয়নি।

বাফুফের নির্বাচন কবে হচ্ছে তারই একটা সিদ্ধান্ত আসতে পারে ঈদ-উল- আযহার পরে। ঈদের পরপরই ফেডারেশনের নির্বাহী কমিটির একটা সভা ডাকার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সভায় বাফুফে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়।

বিজ্ঞাপন

ফেডারেশনের মেয়াদ শেষ হলেও ফিফা কাছ থেকে পরিস্থিতি বিবেচনায় কমিটির মেয়াদ বর্ধিতকরণ করার পর থেকেই ফুটবল পাড়ায় নির্বাচন আলোচনা সরব। এর মাঝে একবার নির্বাচন আয়োজন করা নিয়ে এক পা এগিয়ে গিয়েছিল ফেডারেশন। একটা জোটের বিরোধীতা ও অভিযোগের ভিত্তিতেই সেই চিন্তা থেকে সরে এসেছে ফেডারেশন।

কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এক গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো নির্ধারিত সময়ের আগেই ভোটের তারিখ ঠিক করেছিলাম। স্থগিত করতে বাধ্য হয়েছি সবার দাবি আর পরিস্থিতির কারণে। পরিস্থিতি অনুকূলে আসলেই দ্রুত নির্বাচন দিয়ে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া আমাদের লক্ষ্য। নির্বাচনের আগে কয়েক ধাপ প্রক্রিয়া আছে। যার প্রধান হলো নির্বাহী কমিটির সভা ডেকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া।’

ঈদের পরপরই নির্বাহী কমিটির সভা ডাকা হবে বলে জানান তিনি। এই সভাটা শারীরিক উপস্থিতির মাধ্যমে বাফুফে ভবনেই হবে বলে জানান মুর্শেদী, ‘আমরা ঈদের কয়েকদিন পর বাফুফের নির্বাহী কমিটির সভা ডাকব। সে সভা ভার্চুয়াল নয়, ফিজিক্যালি হবে। কারণ গুরুত্বপূর্ণ সভা সামনাসামনি বসে করাই ভালো। ঈদের পর করোনাভাইরাসের পরিস্থিতি কী হয় তা দেখে এবং সরকারের অনুমতি নিয়ে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি মাথায় রেখে সেপ্টেম্বর-অক্টোবরের মাঝেই নির্বাচন আয়োজন হওয়ার সম্ভাবনা দেখেন তিনি, ‘নির্বাচন কবে হবে সেটা নির্বাহী কমিটির সভা না করে বলার উপায় নেই। ৮ অক্টোবর আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেপ্টেম্বরের ১৫ থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন তো হয়েও যেতে পারে।’

আয়োজন ঈদ ফিফা বাফুফে নির্বাচন স্থগিত

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর