‘যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি ফুটবলার পাবো’
২৪ জুলাই ২০২০ ১৭:০৮
ঢাকা: জেলাগুলোতে কম টুর্নামেন্ট হওয়ার কারণে পাইপলাইনে যথেষ্ট ফুটবলার তৈরি হচ্ছে না বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। ফুটবলার ঘাটতি মেটাতে টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন তিনি, ‘যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি খেলোয়াড় আমরা পাবো। এখান থকে উঠে আসবে ভালো ভালো খেলায়াড়।’
এতে জাতীয় দল আরো বেশি সমৃদ্ধ আর উপকৃত হবে বলে জানান ঢাকা আবাহনীর এই ফুটবলার।
এক ভিডিও বার্তায় (পূর্বে ধারণকৃত) জাতীয় ফুটবলার নাসির উদ্দিন এসব কথা বলেন।
চট্টগ্রামের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামের প্রায় ৭-৮ জন খেলোয়াড় জাতীয় দলে খেলছি; সংখ্যাটি বিভিন্ন বয়সভিত্তিক দল, যেমন অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব -১৯, অনূর্ধ্ব -১৫ এ আরও বেশি। চলমান বিপিএল, বিসিএল, প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ সহ বিভিন্ন ঘরোয়া লীগে এ খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে।’
ঘরোয়া লিগগুলো ধারাবাহিক হলে ফুটবলার ঘাটতি মিটবে বলে মনে করেন নাসির, ‘আমি আশা করি ঘরোয়া লীগ গুলো চলতে থাকবে। এই লীগগুলোকে অব্যাহত রাখতে হবে যাতে করে আমাদের জাতীয় দল এবং অন্যান্য বয়সভিত্তিক দলগুলো ফুটবল সংকটের মুখোমুখি না হয়।’
চট্টগ্রামে নিয়মিত লিগ চালু থাকায় ফুটবলার তৈরি হচ্ছে বলে জানান চট্টগ্রামের এই ফুটবলার, ‘চট্টগ্রাম ডিএফএ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং অগ্রণী লীগে চালিয়ে যাওয়ায় চট্টগ্রামের অনেক ফুটবলার খেলার সুযোগ পাচ্ছে। এ খেলোয়াড়রা বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছেন।’
অন্যান্য জেলাগুলোকে এমন উদ্যোগ ধারাবাহিকভাবে আয়োজন করার আহ্বান জানান তিনি, ‘আমি আশা করি দেশের অন্যান্য ৬৩টি জেলা বা ডিএফএগুলোও একই উদ্যোগ নেবে। তারা যদি নিজ নিজ জেলায় প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং অগ্রণী লীগ শুরু করে তবে আমরা আরও খেলোয়াড় পাব বলে আমি মনে করি। যত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি খেলোয়াড় আমরা পাবো। এখান থকে উঠে আসবে ভালো ভালো খেলায়াড়।’
যত বেশি ফুটবলার তৈরি হবে দেশ তত সমৃদ্ধ হবে বলে জানান নাসির, ‘দিনশেষে জাতীয় দল এবং আমাদের দেশ উপকৃত হবে। ফুটবলাররাও উপকৃত হবেন, তারা বিপিএল এবং বিসিএলে খেলার সুযোগ পাবেন। অনেক ভাল দল ও ক্লাব বিপিএলে জড়িত হচ্ছে, খেলোয়াড়েরা আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা আমাদের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছে । তার ফুটবলের প্রতি উৎসাহী হচ্ছে।’
এজন্য জেলা ফুটবল অভিভাবককে এগিয়ে আসার আহ্বান জানান নাসির, ‘আমাদের খেলোয়াড়দের আগ্রহের অভাব নেই, বাকিটা ডিএফএকে করতে হবে। তারা যদি এগিয়ে আসে এবং ফুটবলকে নিয়ে নানা উদ্যোগ অব্যাহত রাখে, তাহলে আমার বিশ্বাস দেশের ফুটবল অনেক এগিয়ে যাবে।’