Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যন্ডের ‘দ্বিতীয় সারির’ দল


২৭ জুলাই ২০২০ ১৯:২৯

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি টেস্ট সিরিজটা শেষ হওয়ার কথা মঙ্গলবার। একদিন বিরতি দিয়ে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরের দিনই আবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। ফলে আগে থেকেই আন্দাজ করা হচ্ছিল টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের ওয়ানডে সিরিজের দলে রাখা হবে না। হলোও তাই, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে তারকা বলতে কেবল অধিনায়ক ইয়ান মর্গান ও মঈন আলী।

বিজ্ঞাপন

দুর্দান্ত ফর্মে থাকা বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, জো রুট, মার্ক উড, জোফরা আর্চারদের দলে রাখা হয়নি। নিয়মিত কোচ ক্রিস সিলভারউডও থাকছেন না এই সিরিজে। আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন পল কলিংউড।

সিরিজে ইয়ান মর্গানের ডেপুটির দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মঈন আলী। ১৪ সদস্যের দলে টম ব্যান্টন, সাকিব মাহমুদ, রিস টপলি, জেমস ভিন্স, ডেভিড উইলির মতো তরুণ ক্রিকেটারদের ডাকা হয়েছে। উল্লেখ্য, ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত।

ইংল্যান্ডের ১৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড: ইয়ন মর্গান (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, লিয়াম ডসন, জো ডেনলি, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, রিস টপলি, জেমস ভিন্স ও ডেভিড উইলি।

রিজার্ভ ক্রিকেটার: রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরী এবং লিয়াম লিভিংস্টন।

ইয়ান মর্গান ইংল্যান্ড ক্রিকেট মঈন আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর