গার্দিওলার ঈদের বাজারে ফারান তোরেস
৩০ জুলাই ২০২০ ১৪:৪০
ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পর আরও নড়েচড়ে বসেছে ম্যানচেস্টার সিটি। আর সেই সঙ্গে এবার হাতছাড়া এফএ কাপও। আর ঝুলে আছে চ্যাম্পিয়নস লিগের ভাগ্য। এমন অবস্থায় দলের শক্তি আরও বাড়াতে ভ্যালেন্সিয়ার তরুণ ফরোয়ার্ড ফারান তোরেসকে দলে ভেড়ানোর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
ইতোমধ্যেই ভ্যালেন্সিয়ার সঙ্গে ২৫ মিলিয়ন ইউরোর চুক্তি করে ফেলেছে সিটিজেনরা। ২০ বছর বয়সী এই তরুণের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। অবশ্য কেবল ২৫ মিলিয়নই ইউরোই নয় সেই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আরও কিছু শর্ত। আর সেই শর্ত পূরণ করতে পারলে ভ্যালেন্সিয়ার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে অতিরিক্ত আরও ১২ মিলিয়ন ইউরো।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি জার্মান উইঙ্গার লেরোই সানে ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছেন বায়ার্ন মিউনিখে। আর তার শূন্যস্থান পূরণেই স্পেন থেকে গার্দিওলা উড়িয়ে আনছেন ফারান তোরেসকে। ২০১৯/২০২০ মৌসুম দুর্দান্ত কেটেছে ফারান তোরেসের। মৌসুমের শুরুতেই ভ্যালেন্সিয়া তাকে ধারে অন্য ক্লাবে পাঠিয়ে দিতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে যান। আর মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে নিজেকে পরিণত করেন ভ্যালেন্সিয়ার অন্যতম সেরা খেলোয়াড়েও।
ক্রীড়া আদালতের কাছ থেকে নিজেদের পক্ষে রায় পাওয়ার পর গুঞ্জন আসে সিটিজেনরা এবারেও টাকার বস্তা নিয়ে দলবদলের মৌসুমে নামছে। আর এবার দলের যে যে পজিশনে কমতি আছে তা পূর্ণ করায় শেখ মনসুরের দলের লক্ষ্য। আর এই সুযোগে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি অর্থ খরচ করা কোচ পেপ গার্দিওলা নিজের পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে দলকে আরো শক্তিশালী করতে চান।
ফারান তোরে চলতি মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে ৩৪টি লা লিগার ম্যাচ খেলেছেন যার মধ্যে ২৬টি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। লা লিগায় এবার ৪ গোল আর ৫টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলেন ৬টি ম্যাচ যেখানে দুই গোল আর দুই অ্যাসিস্টও আছে তার নামের পাশে।
মাত্র ২০ বছর বয়সেই নজরে আসেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবের। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ দৈনিক এবং ইংলিশ সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটিতেই নাম লেখাচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।
ইপিএল দলে ভেড়ালেন পেপ গার্দিওলা ফারান তোরেস ভ্যালেন্সিয়া ম্যানচেস্টার সিটি স্প্যানিশ ফরোয়ার্ড