Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ড্রিবলিংয়ে নেইমার বিশ্বসেরা’


৩০ জুলাই ২০২০ ২২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে- এমন প্রশ্নে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামই নিবেন প্রায় সবাই। বয়স ৩৬ পেরুলেও রোনালদো এখনও যেন তরুণ। বার্সেলোনার জার্সি গায়ে মেসিও আগের মতোই সপ্রতিভ। তবে বর্তমান বিশ্বের সেরা ড্রিবলার কে, এই প্রশ্নে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম বললেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।

মেসি, রোনালদো ও নেইমার তিনজনের খেলাই কাছ থেকে দেখেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদে রোনালদোর সতীর্থ ছিলেন দীর্ঘদিন। ‘এল ক্লাসিকো’তে মেসির মুখোমুখিও হন নিয়মিতই। পিএসজিতে পাড়ি জমানোর আগে বার্সেলোনায় পাঁচ বছর ছিলেন নেইমার। তখন ‘এল ক্লাসিকো’তে নেইমারেরও মুখোমুখি হতেন ফরাসি তারকা। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলেছেন, নেইমারই ড্রিবলিংয়ে সেরা।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন বেনজেমা। বর্তমান বিশ্বসেরা ড্রিবলার কে? এক ভক্তের এমন প্রশ্নে বেনজেমা বলেছেন, ‘নেইমার, তার ধারে কাছেও কেউ নেই।’

দুই মৌসুম পর এবার স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তাতে বড় অবদান করিম বেনজেমার। লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল করেছেন ফরাসি তারকা। রিয়াল চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করলে বেনজেমা এবার ব্যালন ডি’অর জিততেন বলছেন অনেকেই। কিন্তু করোনাভাইরাসের কঠিন পরিস্থিতির কারণে এবার ব্যালন ডি’অর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী। বেনজেমার নিশ্চয় মন খারাপ! ফরাসি তারকা অবশ্য বলছেন, এসব নিয়ে খুব একটা ভাবেন না তিনি।

ব্যালন ডি’অরের কথা ভেবেছেন কিনা এমন প্রশ্নের বেনজেমা বলেন, ‘অবশ্যই, আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবি। যখন ছোট ছিলাম, তখন থেকেই এটা ভাবতাম। তবে এটা নিয়ে ঘোরে মধ্যে থাকি না। এর কথা ভেবে পাগলামিও করি না। তবে যখন প্রতিযোগিতায় থাকবেন, তখন এটা নিয়ে ভাবা স্বাভাবিক।’

করিম বেনজেমা নেইমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর