Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনা-নাপোলি ম্যাচ ন্যু ক্যাম্পেই


৩১ জুলাই ২০২০ ০৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনা ও নাপোলির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সম্প্রতি নাপোলি ন্যু ক্যাম্পে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি তুললে তার প্রেক্ষিতে নিজের অবস্থান জানিয়েছে উয়েফা।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ‘আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি বার্সেলোনাতেই অনুষ্ঠিত হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

সম্প্রতি স্পেনের করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই শঙ্কা থেকেই নাপোলির প্রেসিডেন্ট লাউরেন্তিস ন্যু ক্যাম্পে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন।পর্তুগাল বা জার্মানিতে খেলার আবেদন জানিয়েছিলেন তিনি, ‌‌’আমরা শুনছি স্পেন থেকে সংশয় ও ভয়ের খবর আসছে। উয়েফাও নির্বিকার। যদি তারা (উয়েফা) সিদ্ধান্ত নেয়, চ্যাম্পিয়ন্স লিগ পর্তুগালে হবে এবং ইউরোপা লিগ জার্মানিতে হবে, তাহলে আমি মনে করি আমাদের ফিরতি লেগ জার্মানি বা পর্তুগালে হওয়া উচিত।’

বিজ্ঞাপন

নাপোলি প্রধানের এই দাবি আমলে নিল না উয়েফা। উল্লেখ্য, বার্সেলোনা ও নাপোলির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ আগস্ট। প্রথম লেগের খেলা ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

উয়েফা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নাপোলি বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর