Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি


৫ আগস্ট ২০২০ ১৮:২৫

গত জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মহামারী করোনাভাইরাস সব আয়োজন আটকে দিয়েছে। লঙ্কানদের বিপক্ষে স্থগিত হয়ে থাকা সেই সিরিজটি আয়োজিত হতে পারে আগামী অক্টোবরে। এ বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। শ্রীলঙ্কা সিরিজের বিষয়ে বিসিবি বেশ আশাবাদি। কদিনের মধ্যেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন শুধু শ্রীলঙ্কার সঙ্গে নয় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। তিনি বলেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগযোগ করেছি খেলার জন্য। যেসব দেশে খেলা নিরাপদ সেখানে আমরা খেলতে যেতে চাচ্ছি। করোনার প্রকোপ কম কিংবা নেই বললেই চলে সেসব দেশে আমরা খেলতে যেতে পারি কি না সেসব নিয়ে আলোচনা চলছে। আমাদের প্রধান নির্বাহী (নিজামউদ্দীন চৌধুরী) জানিয়েছেন শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা হচ্ছে। আমরাও শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী।’

গত মার্চ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে বাংলাদেশি ক্রিকেটাররা। জালাল ইউনিস জানালেন, বিসিবি বসে নেই। কীভাবে ক্রিকেটে ফেরা যায় সেই চিন্তা অনেক আগ থেকেই করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চিন্তা অনেক দিন ধরেই আমাদের মাথায় আছে। আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করছি কিভাবে এটা করা হয়। এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছি কড়া স্বাস্থ্যবিধি মেনে। সামাজিক দূরত্ব মেনে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে। একটি পর্ব হয়েছে। সামনেও হবে। এছাড়া জাতীয় দলের স্কোয়াডে যারা আছে তাদেরও আস্তে আস্তে যুক্ত করা হবে। খুব শিগগিরই হয়তো তারা মাঠে নামবে। সব কিছুর আগে তাদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। তাদের নিরাপত্তা কথা মাথায় রেখে শুরু করতে হবে।’

টাইগারদের নিউজিল্যান্ড সফর নিয়েও কথা বলেছেন জালাল ইউনুস। বিসিবি পরিচালক বলেছেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে একটা টি-টোয়েন্টি সিরিজ (তিন টি-টোয়েন্টি) খেলার কথা ছিল। এ বছরই যদি কোনো সুযোগ পাই, নয়তো পরে বা আগে যদি সুযোগ আসে তাহলে আমরা খেলতে যাবো।’

বাংলাদেশ ক্রিকেট বিসিবি শ্রীলঙ্কা ক্রিকেট


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর