Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যারি কারস্টেনের ক্লাসে যা শিখলেন টাইগাররা


৬ আগস্ট ২০২০ ১৫:০৭

করোনাকালের ঘরবন্দী সময়ে জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে ভার্চুয়ালি বেশ কয়েকটি সেশন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে গতকালের সেশনটি একটু অন্যরকমই ছিল। কেননা এই সেশনে টাইগার কোচিং স্টাফের সঙ্গ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক নন্দিত ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। সেশনে গ্যারির কাছে টাইগাররা শিখেছেন কী করে দেশে ও দেশের বাইরে ম্যাচ প্রস্তুতি নিতে হবে।

বিসিবি’র আয়োজনে বুধবারের এই বিশেষ ভার্চুয়াল সভায় জাতীয় দলের কোচিং স্টাফ, গ্যারি কারস্টেন ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দল ও এর বাইরে থাকা ৩০-৩২ জন ক্রিকেটার। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের এই সেশনে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে। তবে এর মধ্যে উল্লেখযেগ্য ছিল, ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুতি। অর্থাৎ দেশে ও দেশের বাইরে বিভিন্ন সিরিজ ও টুর্নামেন্টের আগে কী করে তারা মানসিক ও ক্রিকেটীয় স্কিলের প্রস্তুতি নেবেন সেটাই এ সভা থেকে তারা শিখেছেন। আরও শিখেছেন তিন ফরম্যাটে ক্রিকেটের বেসিক নিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের দুই ক্রিকেটার বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

তাদের দেওয়া তথ্যমতে, ‘উনি মূলত আমাদের বেসিক নিয়ে কথা বলেছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে কী করতে হবে জানিয়েছেন। এছাড়াও উনি জানতে চেয়েছেন এতদিন আমরা কী কী শিখলাম? পাশাপাশি আমাদের ভালো সময়, খারাপ সময়ের ব্যাপারেও ওনার জিজ্ঞাসা ছিল। সভার এক পর্যায়ে উনি আমাদের তার কাছে প্রশ্নও রাখতে বলেছেন। তো আমরা প্রশ্ন করেছিলাম যে, আপনি তো ভারতের কোচ ছিলেন। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো প্লেয়ারদের সঙ্গে কাজ করেছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন।’

‘তবে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রস্তুতির ওপরে। দেশে ও দেশের বাইরে ম্যাচ খেলতে গেলে আমাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবিষয়ে বিস্তারিত বলেছেন। আপনারা হয়ত জানেন, আমাদের দেশে খেলা হলে এক ধরনের প্রস্তুতি থাকে, দেশের বাইরে হলে আরেক ধরনের। এছাড়াও আরো অনেক বিষয়ে কথা বলেছেন।’

কারস্টেনের ক্লাসে গ্যারি কারস্টেন টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেটার


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর