Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্টো ইংল্যান্ডই এখন বিপদে


৭ আগস্ট ২০২০ ০৯:০৫ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ০৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল ইংল্যান্ডের। দিনের শুরুতে বাবর আজমসহ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল স্বাগতিকরা। শান মাসুদের দুর্দান্ত এক ইনিংসের পর পাকিস্তানি পেসারদের ছোবলে ইংল্যান্ডই এখন বিপদে। শান মাসুদের দোড়শোর্ধ্ব ইনিংসে পাকিস্তান শেষ পর্যন্ত থেমেছে ৩২৬ রানে। পরে ব্যাটিং করতে নেমে ১২ রানে তিন উইকেট হারানো ইংল্যান্ড দিন শেষ করেছে ৪ উইকেটে ৯২ রান নিয়ে। অর্থাৎ এখনো ২৩৬ রানে পিছিয়ে ইংলিশরা।

প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ররি বার্নসে দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ করেন পাকিস্তানি তরুণ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইংলিশ ওপেনার। তার পরপরই ডম সিবলি ও দুর্দান্ত ফর্মে থাকা বেন স্টোকসকে ফেরান মোহাম্মদ আব্বাস। দ্রুত ভেতরে ঢোকা বলে ব্যাট লাগাতে না পেরে এলবিডব্লিউ সিবলি। এগিয়ে এসে খেলতে গিয়ে রানের খাতা খোলার আগেই বোল্ড হন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার স্টোকস।

বিজ্ঞাপন

শূন্য রানে রিভিউ নিয়ে বাঁচলেও বেশিদূর এগুতে পারেননি জো রুটও। লেগ স্পিনার ইয়াসির শাহর বলে ক্যাচ হয়ে ফিরেছেন ১৪ রান করে। তারপর অবশ্য শেষ বিকেলে আর বিপদ হতে দেননি অলে পোপ ও জস বাটলার। ৩০ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন দুজন। মাঝে মধ্যে ঝুঁকি নিয়ে আক্রামণাত্মক খেলা পোপ ৬৭ বলে ৬ চারে ৪৬ রানে অপরাজিত। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার তার সঙ্গে ২৭ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

এর আগের গল্পটা শান মাসুদের। ওল্ড ট্রাফোর্ড টেস্টে প্রথম দিনের নায়ক ছিলেন বাবর আজম। ৬৯ রানের মুগ্ধকর এক ইনিংস খেলা বাবর দ্বিতীয় দিনে কেন রান যোগ না করেই ফিরে যান। তারপর নায়ক হয়ে হাজির শান মাসুদ।

অপর প্রান্ত থেকে সাপোর্ট পাননি, এক শাদাব খান ছাড়া দ্বিতীয় দিনে পাকিস্তানের কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। শান মাসুদ দলকে টেনেছেন অনেকটা একাই। ২০১৬ সালে ইংল্যান্ড সফরে গিয়ে সমালোচিত হয়েছিলেন। পেসবান্ধব উইকেটে ব্যাটে বল নিতে পারছিলেন না মাসুদ। চার বছরে নিজেকে বদলেছেন দারুণভাবে। টেস্টে রান করার নিজস্ব একটা প্রক্রিয়া খুঁজে বের করেছেন। ছাড়ার বল ছেড়ে ইংলিশ পেসারদের ক্লান্ত করেছেন। শরীর তাক করা বলে ফ্লিক, লেগ গ্লান্স, পুল খেলে রান করেছেন। চোখ ধাঁধানে কাট শট খেলেছেন অবলিলায়।

শেষ দিকে পাকিস্তানের টপাটপ উইকেট পড়তে থাকলে আক্রমণাত্মক হতে চেয়েছেন শান মাসুদ। সেটাই কাল হলো, ওপেনিংয়ে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন ১৫৬ করে। ২১ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারের মাসুদের সেরা ইনিংস এটি। ৩১৯ বলের ইনিংসটি ১৮ চার ২ ছয়ে সাজিয়েছেন পাকিস্তানি ওপেনার। শাদাব খানের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।

ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট নেন। দুই উইকেট পেয়েছেন ক্রিস ওকস।

ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট শান মাসুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর