ইউরোপা লিগের কোয়ার্টারে উলভসকে পেল সেভিয়া
৭ আগস্ট ২০২০ ১১:৪৪
করোনাভাইরাস কালের ফুটবলে সেভিয়া এখন পর্যন্ত দুর্দান্ত। চার নম্বরে থেকে লিগ শেষ করলেও একটা সময় লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল সেভিয়া। উড়তে থাকা সেভিয়ার বিপক্ষে কাল দাঁড়াতে পারেনি রোমা। ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াইয়ে ইতালির ক্লাবটিকে কাল ২-০ গোলে হারিয়েছে সেভিয়া। কোয়ার্টার ফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ উলভস।
গতকাল সেভিয়া-রোমার ম্যাচ দিয়ে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর সমাপ্তি ঘটেছে। আট দল বাদ পড়েছে, বাকি আট দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ তারিখে।
১০ আগস্ট কোয়ার্টারের প্রথম লড়াইয়ে কোপেনহেগেনের বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে ইন্টার মিলান খেলবে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে। পরের দিন শাখতার দোনেৎস্কের প্রতিপক্ষ বাসেল। সেভিয়া খেলবে উলভসের বিপক্ষে। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।
দুই লেগ মিলিয়ে এলএএসকে ৭-১ গোলে উড়িয়ে ইউরোপার কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপেনহেগেন ইস্তানবুলকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছেন। শেষ ষোলোতে গেটাফেকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইন্টার মিলান। লেভারকুসেন রেঞ্জার্সের বিপক্ষে দুই লেগ মিলিয়ে জিতেছে ৪-১ ব্যবধানে।
শাখতার দোনেৎস্ক শেষ ষোলোর দুই লেগে মিলিয়ে ভলফসবুর্গকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। বাসেল দুই লেগ মিলিয়ে ফ্রাঙ্কফুর্টকে ৪-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছেন। উলভস অলিম্পিয়াকসকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।