Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ক্রিকেট মাঠে এলোপাতাড়ি গুলি


৭ আগস্ট ২০২০ ১৬:২৩

আবারও সন্ত্রাসী হামলার শিকার পাকিস্তান ক্রিকেট। প্রবল গোলাগুলিতে একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল পণ্ড হয়েছে। তবে কারও গায়ে গুলি লাগার খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার খবর, খাইবার পাখতুনকাওয়া প্রদেশের কোহাত বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই এলাকায় একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত-ই-ইসলামের স্থানীয় এক নেতা। সঙ্গে বহু দর্শকও উপস্থিত ছিলেন। খেলা শুরু হতেই মাঠের কাছে থাকা এক পাহাড় থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন সন্ত্রাসীরা। খেলোয়াড়, আম্পায়ার, সংবাদকর্মী, দর্শক—যে যেদিকে পেরেছেন দ্রুত স্থান ত্যাগ করে নিজেদের রক্ষা করেছেন।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ খান বলেছেন, ওই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির খবর তাদের কাছে ছিল। নিরাপত্তা বাহিনী শিগগিরই যৌথ অভিযান শুরু করবে ওই অঞ্চলে।

এক গোলাগুলির যন্ত্রণা ১০ বছর ধরে সইছে পাকিস্তান ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তারপর থেকে পাক্কা ৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি দেশটিতে। গত কয়েক বছরে অবশ্য কয়েকটা আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পেরেছে পাকিস্তান। তবে এখনো কোন দলকে পাকিস্তানে খেলতে রাজি করাতে ঘাম ছুটে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানে যেতে অনিহা প্রকাশ করে থাকেন দলগুলো।

ওরাকজাইযের এই গোলাগুলি পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটকে আবারও প্রশ্নবিদ্ধ করে কিনা সেটাই দেখার বিষয়।

পাকিস্তান ক্রিকেট সন্ত্রাসী হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর