Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাইরের অনুশীলনে নতুন আরও ৫ ক্রিকেটার


৭ আগস্ট ২০২০ ১৭:৪১

মহামারী করোনাভাইরাসের মধ্যেই অনেক জায়গায় ক্রিকেটের ধুম পড়েছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের ক্রিকেটে ফেরার চেষ্টা করছে তারাও। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দেওয়া তারই অংশ। ঈদের আগে প্রথম ধাপের অনুশীলনের সফল সমাপ্তির পর আগামীকাল শনিবার (৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের অনুশীলন। যাতে নতুন করে যুক্ত হচ্ছেন আরও বেশ কয়েকজন। ঢাকা ও ঢাকার বাইরের ভেন্যু মিলিয়ে নতুন করে অনুশীলন শুরু করবেন ১৩ জন ক্রিকেটার, তার মধ্যে ঢকার বাইরে ৫ জন।

বিজ্ঞাপন

ঈদের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন স্পিনার নাঈম হাসান। দ্বিতীয় ধাপের অনুশীলনে তার সঙ্গে যুক্ত হচ্ছেন দুই ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে নতুন করে যোগ দিবেন দুই পেসার আবু জায়েদ চৌধুরি রাহি ও ইবাদত হোসেন।

ঈদের আগে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ধাপের অনুশীলনে তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন স্পিনার সানজামুল ইসলাম।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অবশ্য নতুন করে কোন ক্রিকেটার যুক্ত হচ্ছেন না। আগের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদি হাসানই অনুশীলন শুরু করবেন।

উল্লেখ্য, বিসিবির তত্বাবধানের বাইরেও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুশীলন করছেন ক্রিকেটারদের অনেকে।

দ্বিতীয় ধাপে ঢাকার বাইরে অনুশীলন করবেন যারা-

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে- আবু জায়েদ চৌধুরি রাহি, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে- মেহেদী হাসান মিরাজ, মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে- নাঈম হাসান, ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর।

রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে- নাজমুল হোসেন শান্ত ও সানজামুল ইসলাম।

ক্রিকেটারদের অনুশীলন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর