নিষেধাজ্ঞায় পড়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষের রিয়ালের রক্ষণভাগের প্রধান সেনানী সার্জিও রামোস দলের বাইরে। আর তাই তো রক্ষণ সামলানোর দায়ভার বর্তেছিল রাফায়েল ভারানের কাঁধে। একটি বিশ্বকাপ আর চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ী ভারানের ওপর পূর্ণ বিশ্বাসই রেখেছিলেন জিনেদিন জিদান। কিন্তু এদিন যে শনি ভর করেছিল ভারানের ওপর। তাই কিনা সিটিজেনদের এক প্রকার উপহারই দিয়ে আসলেন ম্যাচটি। তার দুই ভুলে দুটি গোল হজম করতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। আর সেই গোলই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের ভেতর। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নদের।
আর ২০১৫/১৬ মৌসুমের মাঝ পথে রিয়ালের ডাগ আউটের দায়িত্ব নেওয়ার পর দুই ধাপে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব থেকে বাদ পড়তে হয়েছে জিদানকে। আর রিয়ালের এমন হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার রাফায়েল ভারান।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের মতো কালও ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গতকাল সিটি যেভাবে খেলেছিল তাতে ব্যবধান আরও অনেক বেশি হতে পারত। কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার পারফরম্যান্স ও সিটির রাহিম স্টার্লিং-গ্যাব্রিয়েল জেসুসদের ব্যর্থতায় সেটা হয়নি। কিন্তু কোর্তোয়ার সব নায়কোচিত সেভকে মূল্যহীন বানিয়ে দিয়েছে ভারানের ভুল।
বয়স মাত্র ২৭ বছর, আর এই সময়ের মধ্যেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে প্রমাণ করেছেন ভারান। ক্লাব পর্যায়ের সকল শিরোপা ভারানের পকেটে কিন্তু এদিন যেন নিজেকেই ভুলে গেলেন এই ফ্রেঞ্চ। সার্জিও রামোসের অনুপস্থিতিতে রক্ষণ নিখুঁত রাখার দায়িত্ব ছিল তার। রামোসের অনুপস্থিতির কারণে এডার মিলতাও সুযোগ পায় রিয়ালের রক্ষণ সামলানোর আর তাই তো তরুণ এই ডিফেন্ডারকে নিয়ে ভয়ে ছিলেন অনেকেই। তবে না মিলিতাও এদিন ভয়ের কারণ হননি। রিয়ালকে ডুবিয়েছেন অভিজ্ঞ ভারান।
ম্যাচ শেষে ভারান বলেন, ‘আমরা ভুল করেছি…’ কিন্তু নিজেই শুধরে নিয়ে বললেন, ‘আমি ভুল করেছি এবং পুরো দল বাদ পড়েছে। সতীর্থদের জন্য দুঃখিত। আমি এ ব্যাপারে দুঃখিত। আমার ক্যারিয়ারে এমনটা খুব বেশি হয়নি। আমরা ভালো খেলেছি, ম্যাচের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এ পর্যায়ের ফুটবলে এমন ভুলের অনেক চড়া মূল্য দিতে হয়।’
রাফায়েল ভারানে ভর দিয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান। তাই তো তার বিশ্বস্ত সেনানীর এমন ভুলও ক্ষমা করে দেন তিনি। জিদান বলেন, ‘আমরা ভারানকে বলব মাথা উঁচু রাখতে। এই মৌসুমে আমরা যা (লা লিগা) অর্জন করেছি সেটা দুর্দান্ত অর্জন। আমি আমার খেলোয়াড়দের সেটা নিয়েই ভাবতে বলব। আমরা শেষটা ভালো করিনি কিন্তু মৌসুমটা ভালো ছিল। যা করেছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে।’