Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবই নতুন লাগছে মুমিনুলের


৮ আগস্ট ২০২০ ১৫:০৮ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রায় ৫ মাস ঘরবন্দী সময় কাটিয়ে ব্যক্তিগত অনুশীলনে ফিরে রীতিমত হকচকিয়ে গেছেন টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক। কেননা প্রিয় ভেন্যু মিরপুর শের-ই-বাংলায় এসে যেদিকেই তাকিয়েছেন সবকিছুই অচেনা ঠেকেছে। বহুদিনের পরিচিত মাঠ, আউটফিল্ড, পিচ, নেট, ইনডোর, ড্রেসিংরুম দেখে কেবলই মনে হচ্ছিল এ বুঝি নতুন কোনো ভেন্যু! যার সঙ্গে জন্ম জন্মান্তরে কখনোই দেখা হয়নি। কিন্তু যখনই সম্বিত ফিরে পেয়েছেন, বুঝতে পেরেছেন দেশের ক্রিকেটের তীর্থস্থানেই আছেন। আর তখন থেকেই নিদারুণ ভাললাগায় ভরে উঠেছে তার ক্রিকেটীয় সত্তা। সে ভালোলাগা অন্য কারণে নয়, দীর্ঘ বিরতিতে মাঠে ফিরতে পেরে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) ছিল করোনাকালে মুমিনুল হকের প্রথম দিনের ব্যক্তিগত অনুশীলন। মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিসিবি’র আয়োজিত দ্বিতীয় ধাপের এই অনুশীলনের প্রথম দিনে এসে সূচি মোতাবেক সবই করেছেন বাংলাদেশ দলের টেস্ট দলপতি। প্রথমে ইনডোরে ঘণ্টাব্যাপী অনুশীলন সেরে শের-ই-বাংলার মূল ভেন্যুতে করেছেন ৫০ মিনিটের রানিং। এই সবকিছুর মধ্যে যেমন নতুনত্ব অনুভব করেছেন তেমনি বহুদিন পর প্রিয় ভেন্যুতে ফেরার অপার আনন্দও ছুঁয়েছে টাইগার লিটল মাস্টারকে।

‘অনেকদিন পর অবশ্যই ক্রিকেটে ফিরতে পেরে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমার কাছে সব নতুন নতুন লাগছে, প্রথম থেকে। মানিয়ে নিতে একটু সময় লাগবে, হয়তো দুই-তিন দিন বা চার-পাঁচ দিন। আশা করি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। জিনিসটা অনেকদিন ধরে বাইরে ছিলাম মিস করতেছিলাম। অবশ্যই ভালো লাগছে শুরু করতে পেরে।’

মহামারিকালে ক্রিকেট নেই। সেই যে মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন এরপর আর ব্যাট হাতে নিয়ে দেখা হয়নি। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করেছেন এই যা। তবে ঘরবন্দী এই সময়টি ক্রিকেট ভীষণ মিস করেছেন প্রিন্স অব কক্সবাজার।

অবশ্য তার এই প্রতীক্ষার অবসান খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। কেননা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। লঙ্কান বোর্ডের সবুজ সংকেত পেলে হয়ত সেপ্টেম্বরের মাঝামাঝি দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে উড়াল দিবে মুমিনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিটা ভালো হবে বলেই আশাবাদ ব্যক্ত করলেন টাইগার টেস্ট দলপতি।

‘চার-পাঁচ মাস বাইরে ছিলাম অবশ্যই মিস করেছি ক্রিকেট। আপনারা দেখছেন বিশ্বের অন্যান্য দেশগুলোতে ক্রিকেটে ফিরছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। দেখে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। দেখি, সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে। এ কারণে আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিব ইন শা আল্লাহ। ভালো শুরু করতে পারবো আশা করি। আমার কাছে মনে হয় যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবো তার আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবো। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ মিলিয়ে খুব ভালো একটা প্রস্তুতি হবে আশা করি। ঐ প্রস্তুতি নিয়েই ইন শা আল্লাহ খুব ভালো একটা টেস্ট ম্যাচ শুরু করতে পারবো।’

অনুশীলন ফেরাবে বিসিবি অনুশীলনে মুমিনুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হক

বিজ্ঞাপন

আড়ংয়ে চাকরির সুযোগ
১০ জুলাই ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর