চেলসি ছাড়ছেন নিশ্চিত করলেন উইলিয়ান
৯ আগস্ট ২০২০ ২২:২৯
২০১৩ সালে রাশিয়ান ক্লাব আঞ্ঝি মাখছাকালা থেকে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান। সাত বছর পর অবশেষে জানিয়ে দিলেন এবার চেলসি ছাড়ছেন ৩২ বছর বয়সী এই আক্রমণভাগের খেলোয়াড়। তবে এখনও জানা যায়নি ঠিক কোন ক্লাবের উদ্দেশ্যে এবার পাড়ি জমাবেন উইলিয়ান। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে চলসির পাঠ চুকিয়ে আর্সেনালের যোগ দিচ্ছেন উইলিয়ান।
গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম নিশ্চিত করেছিল উইলিয়ানের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে আর্সেনাল। আর এই সপ্তাহে এসে উইলিয়ান জানালেন চেলসি ছাড়ছেন তিনি। তবে এখনও জানাননি ঠিক কোথায় পাড়ি জমাচ্ছেন এই ব্রাজিলিয়ান। চেলসির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ানের চুক্তি ছিল ২০২০ সালের জুন পর্যন্ত। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ফুটবল স্থগিত ছিল তিন মাস। আর যেই জুন মাসে উইলিয়ানের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেই জুন মাসেই পুনরায় শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগের স্থগিত হয়ে থাকা মৌসুম। এরপর দলের সঙ্গে আরও তিন মাসের চুক্তি নবায়ন করে এই তারকা ফরোয়ার্ড।
চেলসিকে বিদায় জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন উইলিয়ান। সেখানে সমর্থকদের জন্য লিখেছেন, ‘সময় এসেছে এখন নতুন কোনো জায়গায় খুঁজে নেওয়ার। আমি আমার মাথা উঁচু করে এই ক্লাব ছাড়ছি। আমি জানি এই ক্লাবে আমার নিজের একটি জায়গা করে রেখে যাচ্ছি। আমি সব সময় চেলসির শার্ট গায়ে দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
নতুন স্বাক্ষর করা চুক্তিতে কেবল আগস্ট পর্যন্তই চেলসিতে থাকতে পারবেন উইলিয়ান। আর এরপরেই নিজের ইচ্ছামতো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। ২০১৩/২০১৪ মৌসুম থেকে চেলসির আক্রমণভাগের নিয়মিত মুখ ছিলেন উইলিয়ান। অবশ্য উইলিয়ানও তার প্রতিদান দিয়েছেন শতভাগ। পূর্ণ করেছেন চেলসি তার কাছ থেকে যেমন পারফরম্যান্স আশা করে ঠিক ততটুকুই। ২০১৫/২০১৬ এবং ২০১৭/২০১৮ মৌসুমে চেলসির সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছিলেন উইলিয়ান। চেলসির হয়ে এখন পর্যন্ত ৩৫৬ ম্যাচে ৬৪টি গোল করেছেন উইলিয়ান। ক্লাবের হয়ে দু’টি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ এবং একটি ইউরোপা লিগ জিতেছেন।
উইলিয়ান আরও যোগ করেন, ‘চেলসির সঙ্গে আমার অনেক আনন্দঘন মুহুর্ত রয়েছে। এই ক্লাবের হয়ে আমি অনেক শিরোপা জিতেছি। এটা সব সময় অনেক আবেগের আমার জন্য।’
চেলসির খেলোয়াড় হিসেবে উইলিয়ানের নতুন চুক্তির মেয়াদ ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। এরপরেই চাইলে যেকোনো দলে যোগ দিতে পারবেন তিনি। সেও আবার কোনো প্রকার ট্রান্সফার ফি প্রদান করা ছাড়াই। আর এই সুযোগই গ্রহণ করতে চলেছে আর্সেনাল। স্বদেশী ডেভিড লুইজের পদচারণ অনুসরণ করে গানারদের ডেরায় ভিড়তে পারেন উইলিয়ান। যদিও চেলসি এর মধ্যেই উইলিয়ানকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু উইলিয়ানের চাওয়া কমপক্ষে আরও তিন মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষরের। আর তিন বছরের জন্য উইলিয়ানকে দলে রাখতে অনিচ্ছুক চেলসি।
শেষ পর্যন্ত দুই পক্ষের ভেতর বনিবনা না হওয়ার কারণেই চেলসি ছেড়ে আর্সেনালের পাড়ি জমানোর দিকেই রয়েছেন উইলিয়ান। এ ব্যাপারে চেলসি বস ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ‘ক্লাব কারো জন্য থেমে থাকবে না। এডেন হ্যাজার্ড গত মৌসুমে চলে গেছে কিন্তু তাকে ছাড়াও ক্লাব খেলে যাচ্ছে। তাই অন্য যেকেউ চলে গেলেও ক্লাব ক্লাবের মতোই চলবে।’