Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই হাসপাতালে হবে ফুটবলারদের করোনা পরীক্ষা


১০ আগস্ট ২০২০ ০১:০৬

ঢাকা: জাতীয় ফুটবল দলে থাবা দিয়েছে করোনা। ৩১ জন ফুটবলারের মধ্যে ১৮জনই করোনায় আক্রান্ত হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে এখন একটা বড় সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যাদেরকে নিয়ে এতো রাখঢাক সেই ফুটবলারদের সিংহভাগই করোনা পজিটিভ। তবে এরকম ধারণা করেই রেখেছি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

প্রথম উদ্যোগে করোনা পরীক্ষা করানোর পর দ্বিতীয় মেয়াদে এবার ডাবল চেক করতে চলেছে ফেডারেশন। ১৮জনকেই সোমবার (১০ আগস্ট) দুটি হাসপাতালে করোনা পরীক্ষা করা হবে।

বিজ্ঞাপন

এদের মধ্যে দুই হাসপাতালের ফলে যাদের নেগেটিভ আসবে তাদের ক্যাম্পে পাঠানো হবে। আর যাদের পজিটিভ বহাল থাকবে তাদের আইসোলেশনে রাখা হবে। তাদের দেখভাল করবে বাফুফের মেডিকেল কমিটি।

এদিকে ১৮ ছাড়াই বাকী ১৩ জন ফুটবলারকে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্পে নেয়া হয়েছে। তারা প্রথমদিন অনুশীলন করেছেন পুরো দল ছাড়াই।

এদিকে আগামীকালের দিনটি গুরুত্বপূর্ণ হয়ে আছে দেশের ফুটবলের জন্যও। জাতীয় দলের এতো ফুটবলার একসঙ্গে করোনায় আক্রান্তের খবর নাড়া দিয়েছে বিশ্ব ফুটবল মহলেও। ফিফা ও এএফসি দুই সংস্থাই নজরদারিতে রাখছে বিষয়টির উপর।

এ বিষয়ে জাতীয় দল কমিটির চেয়ার কাজী নাবিল আহমেদ সাংবাদিকদের জানান, ‘সোমবার কী ফল আসে তার উপর আমরা সিদ্ধান্ত নিবো ফিফা ও এএফসিকে কী জানাবো। তবে এমন পরিস্থিতির মাথায় রেখেই ৫ আগস্ট ফুটবলারদের ক্যাম্পে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

আক্রান্ত করোনা পরীক্ষা কাজী নাবিল আহমেদ ক্যাম্প জাতীয় ফুটবল দল জেমি ডে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর