সেমির লক্ষ্যে পৃথক ম্যাচে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার
১০ আগস্ট ২০২০ ১৪:০১
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগেই উয়েফা ইউরোপা লিগের শেষ ষোল’র দুই লেগ মিলিয়ে লাস্ককে ৭-১ গোলের ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। আর দ্বিতীয় লেগে গেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে ওঠে ইন্টার মিলান। এবার কোয়ার্টার ফাইনালে সোমবার (১০ আগস্ট) পৃথক ম্যাচে মাঠে নামছে ফেভারিট এই দুই দল। ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে এফসি কোপেনহেগেনের বিপক্ষে আর ইন্টার মিলান খেলবে বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে।
করোনার থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব, থমকে গিয়েছিল সবই। অবশেষে ফুটবল মাঠে গড়ানোর পর শুরু হয়েছে ইউরোপা লিগের স্থগিত হয়ে থাকা মৌসুমের খেলাও। ইউরোপা লিগে ফেরার ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে রাউন্ড অব ১৬’র দ্বিতীয় লেগে লাস্ককে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ওলে গানার সোলশায়ারের দলের।
কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে এফসি কোপেনহেগেনের বিরুদ্ধে। এর আগে শেষ ষোল’র লড়াইয়ে কোপেনহেগেন ৩-০ গোলে ইস্তানবুল বাসাকসারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
কোয়ার্টার ফাইনালে জার্মানির রেইনএনার্জিস্টাদিওনে ১১ আগস্ট বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য একাদশ:
ডি গিয়া, অ্যারন ওয়ান বিসাকা, ভিক্টর লিন্ডেলফ, হ্যারি মাগুয়ের, ব্র্যান্ডন উইলিয়ামস, পল পগবা, নেমাঞ্জা মাতিচ, মেসন গ্রিনউড, ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ড।
এফসি কোপেনহেগেন:
কার্ল জোহান জনসন, নিকোলাই বোইলেসন, অ্যান্দ্রেস বেল্যান্ড, ভিক্টর নেলসন, গুইলারমো ভারেলা, জেকা, রবার্ট মাড্রাজিয়া, রাসমাস ফাল্ক, জোনাস উইন্ড, পেপ বাইয়েল, মিকেল কফম্যান।
অন্যদিকে গেতাফে এবং ইন্টারের মধ্যকার রাউন্ড অব ১৬’র লড়াইয়ের প্রথম লেগ বাতিল হয়ে যায় করোনাভাইরাস মহামারির কারণে। সে সময় ইতালিতে করোনা মহামারি আকার ধারণ করে। আর তাতেই প্রথম লেগের খেলা স্থগিত করতে বাধ্য হয় উয়েফা। পরবর্তীতে নতুন নিয়মে কেবল এক লেগেই খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় উয়েফা। আর শেষ পর্যন্ত দুই দলের খেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় জার্মানিকে।
শেষ ষোল’র দ্বিতীয় লেগে গেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দু’টি করেন রোমেলো লুকাকু এবং ক্রিশ্চিয়ান এরিকসন। নাটকীয়তায় ঘেরা ম্যাচে শেষ হাসি হাসে অ্যান্তোনিও কন্তের দলই।
সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালে রেঞ্জার্স এবং বায়ার লেভারকুজেনের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে ১১ আগস্ট খেলতে নামবে ইন্টার। যেখানে শেষ ষোল’র প্রথম লেগে রেঞ্জার্সকে ১-৩ গোলের ব্যবধানে হারিয়ে এগিয়ে ছিল বায়ার লেভারকুজেন। ফিরতি লেগে রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হারিয়ে লেভারকুজেন নিশ্চিত করে কোয়ার্টার। ১১ আগস্ট বাংলাদেশ সময় রাত একটা সেমি ফাইনালের জন্য এই দুই দল লড়াইয়ে নামবে।
ইন্টার মিলানের সম্ভাব্য একাদশ:
সামির হ্যান্ডানোভিচ, ডিয়েগো গডিন, স্টেফানো ডি ভ্রিজ, অ্যালেসান্দ্রো বাস্তোনি, দানিলো ডি’অ্যাম্ব্রোসিয়া, নিকোলো বারেল্লা, মার্সেলো ব্রোজোভিচ, রবার্তো গাজলিয়ারডিনি, অ্যাশলে ইয়ং, লটারো মার্টিনেজ এবং রোমেলো লুকাকু।
বায়ার লেভারকুজেন:
লুকাস হ্রাডেকি, ডেলি সিঙ্কগ্রাভেন, এডমন্ড তাপসোবা, সভেন বেন্ডার, লার্স বেন্ডার, এক্সেকুইয়েল প্যালাসিওস, ক্যারেন ডেমিরবাই, মোসা দাইবি, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হার্ভটজ এবং কেভিন ভোল্যান্ড।
ইন্টার মিলান বনাম বায়ার লেভাকুজেন উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড