ঢাকা: ডাবল চেকের জন্য ৩০ ফুটবলারের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে ঢোকার আগেই বড় ধাক্কা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩০ ফুটবলারের ১৮ জনের শরীরে কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে। কোভিড পজিটিভ শনাক্ত ফুটবলারদের আইসোলেশনে রাখা হয়েছে। আর বাকীরা ক্যাম্পে যোগ দিয়ে দেয়।
তবে ১৮ জন ফুটবলারের শরীরে কোভিড-১৯ শনাক্তে খবর বেশ সরগরম হয়েছে বিশ্ব ফুটবল মহলে। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের বাকী চার ম্যাচের জন্য শুরু হওয়া ক্যাম্পে করেনার আঘাত ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
তারই অংশ হিসেবে ফুটবলারদের নিয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। তবে তার আগে ফুটবলারদের করোনার ডাবল চেক করাতে চায় দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবকরা। কেননা প্রস্তুতির জন্য অন্তত ৬ সপ্তাহ অনুশীলনের কথা ভেবেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
তারই অংশ হিসেবে দ্বিতীয় মেয়াদে দুই হাসপাতালের দু’জন চিকিৎসক গাজীপুরের সারাহ রিসোর্টে ৩০ ফুটবলারের নমুনা সংগ্রহ করে এনেছে। আইসিডিডিআরবি ও প্রভা হেল্থ সেন্টার থেকে দু’জন বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। পজিটিভ ও নেগেটিভ হওয়া ফুটবলার সবাই এই নমুনা দিয়েছে। পজিটিভ ফুটবলারদের আইসোলেশনে রাখা অব্যাহত থাকবে। আর বাকীদের ক্যাম্পে প্রস্তুতি চালিয়ে যাওয়া হবে শিডিউল অনুযায়ী।
সবাই চেয়ে আছে আজকের দিকে। কী আসবে ফল। তবে আপাতত ফল জানা যাচ্ছে না। বাফুফে থেকে জানানো হয়েছে আগামী বুধবার (১২ আগস্ট) ও বৃহস্পতিবার (১৩ আগস্ট) নমুনার ফল জানানো হবে। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাফুফে।