পুরো একটি দলের খেলোয়াড়ই বেচতে চায় রিয়াল
১১ আগস্ট ২০২০ ১৪:০০
গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ কিংবা মারিয়ানো দিয়াজের মতো তারকা খেলোয়াড়রা ২০১৯/২০ মৌসুমের বেশিরভাগ সময়ই রিয়াল মাদ্রিদের বেঞ্চ গরম করেছেন। যদিও বা সুযোগ হয়েছে খেলার তাতেও জিনেদিন জিদানের মন গলাতে পারেননি তারা। আর তাই তো মৌসুম শেষে এই তিন তারকা খেলোয়াড়সহ আরও প্রায় সাত খেলোয়াড়কে বিদায় করতে চায় লস ব্ল্যাঙ্কোসরা। আর রিয়াল সোসিয়েদাদে দুর্দান্ত লোন মৌসুম শেষ করা মার্টিন ওডেগার্ডকে দলে ফেরাতে চায় জিদান।
২০১৯/২০ মৌসুমে নাচো ফার্নান্দেজ রিয়ালের হয়ে খেলতে পেরেছেন মাত্র ছয়টি ম্যাচ যার মধ্যে আবার দুটিতে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। জেসুস ভায়েহো মৌসুমের শুরুতে ছিলেন প্রিমিয়ার লিগে লোনে এরপর মধ্য মৌসুমে লা লিগার ক্লাব গ্রানাডাতে ধারে খেলতে যান। কলম্বিয়ান সুপারস্টার হামেস রদ্রিগেজ এবারের মৌসুমে রিয়ালের হয়ে খেলছেন মাত্র ৮টি লিগ ম্যাচ যার মধ্যে তিনটিতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন আর এই আট ম্যাচে নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল এক গোল আর এক অ্যাসিস্ট।
ক্লাবের সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল এখন রিয়ালের বেঞ্চের নিয়মিত মুখ। সদ্য সমাপ্ত হওয়া মৌসুমে কেবল লা লিগায় ১৬টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। আর মৌসুম জুড়ে নামের পাশে যোগ করতে পেরেছিলেন মাত্র দুই গোল আর দুই অ্যাসিস্ট। আর ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুম থেকেই জিদানের চক্ষুশূল এই ব্রিটিশ তারকা।
সবমিলিয়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে দল থেকে বিদায় করে স্কোয়াড নতুন করে সাজানোর ভাবনা জিনেদিন জিদানের। এর মধ্যে আরও আছেন জিদানের প্রিয় কিছু খেলোয়াড়রো। যেমন লুকাস ভাস্কেজ। ২০১৬ সালে জিনেদিন জিদান যেবার রিয়ালের ম্যানেজার হিসেবে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতলেন সেবার অ্যাটলেটিকোর বিরুদ্ধে ফাইনালের টাই ব্রেকারের প্রথম পেনাল্টি শট নেওয়ার জন্য জিদানের পছন্দ ছিল এই লুকাস ভাস্কেজই। তবে সময় ফুরিয়েছে। জিদান এখন রিয়ালের আক্রমণ নিয়ে বেশ চিন্তিত তাই তো ভাস্কেজকে বলে দিয়েছেন নতুন ক্লাব খুঁজে নিতে।
এছাড়াও রিয়াল ছাড়ার তালিকায় আরও আছেন আর্সেনালে ধারে খেলতে থাকা দানি সেবায়োস। গানারদের হয়ে দুর্দান্ত মৌসুম পার করেছেন সেবায়োস। জিতেছেন গানারদের হয়ে এফএ কাপ, যেখানে বড় ভূমিকা ছিল তারও। তবে জিদানের খুব একটা পছন্দের নন তিনি। তাই তো দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর রিয়াল থেকে আর্সেনালে ধারে পাঠিয়ে দেন এই স্প্যানিশ মিডফিল্ডারকে।
এর আগে বুরুশিয়া ডর্টমুন্ডে দুর্দন্ত দুই মৌসুম কাটানোর পর ইন্টার মিলানের কাছে আখরাফ হাকিমিকে বিক্রি করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও এই তালিকায় আছে বোর্হা মায়োরাল এবং অস্কার। মায়োরাল লেভান্তের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন আর অস্কার খেলেন লেগানেসের হয়ে। ধার থেকে ফিরিয়ে এনে তাদের বিক্রি করে অর্থ সংগ্রহে মন রিয়ালের। আর জিনেদিন জিদানেরও মত সেদিকেই।
এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি কাছে শেষ ষোলয় পরাজিত হওয়ার পর ভাবনা বদলেছেন জিদান। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে জানিয়েছিলেন সামনের মৌসুমেও ক্লাবের মিডফিল্ডে থাকছেন এবারের সবাইই। তবে গার্দিওলার দলের কাছে দৃষ্টিকটূ পারফরমান্সে মত বদলাচ্ছেন জিদান। আর রিয়াল সোসিয়েদাদে নরওয়ায়ের বিস্ময়বালক মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত মৌসুমের পর তাকে লোক থেকে ফেরানোর ভাবনায় রয়েছেন জিদান।
এর আগে ওডেগার্ড জানিয়েছিলেন, তিনি রিয়ালে তখনই ফিরবেন যখন দলের প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে তাকে গ্রহণ করা হবে এবং যখন তিনি নিজেকে তৈরি মনে করবেন। আর তাই তো লা রিয়ালে আরও এক মৌসুম ধারে খেলার সবকিছুই নিশ্চিত হয়ে গিয়েছিল ওডেগার্ডের। তবে শেষ পর্যন্ত সিটির বিপক্ষের গ্যালাক্টিকদের মিডফিল্ডারদের পারফরম্যান্স নতুন করে ভাবিয়ে তুলেছে জিদানকে। আর মিডফিল্ডের রসদ যোগাতে ওডেগার্ডকে ফেরানোর ভাবনায় মেতেছেন জিদান।
এছাড়াও খেলোয়াড়দের এমন বড় একটি সংখ্যা বিক্রি করে দেওয়ার ইচ্ছার পেছনে কাজ করছে কোভিড মহামারিও। করোনাভাইরাসের কারণে ফুটবল ক্লাবগুলো মিলিয়ন মিলিয়ন ইউরো হারিয়েছে। আর তাই তো খরচ কমানোর দিকে নজর এখন ক্লাবগুলোর। বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হলেও রিয়ালও এই মহামারিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। আর তাই তো গ্যারেথ বেল (১৭ মিলিয়ন), হামেস রদ্রিগেজসহ (১২ মিলিয়ন) আরও বাকি খেলোয়াড়দের দল থেকে বিদায় করে তাদের বেতনের অর্থ বাঁচাতে চায় রিয়াল।
গ্যারেথ বেল জিনেদিন জিদান দলবদল ফ্লোরিন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা হামেস রদ্রিগেজ