আইপিএল চিন্তায় লঙ্কান লিগ স্থগিত
১১ আগস্ট ২০২০ ২১:১৯
সূচি অনুযায়ী লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের ২৮ তারিখে। এদিকে, সব কিছু ঠিক থাকলে আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখে। অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগ শেষ না হতেই শুরু হয়ে যাবে আইপিএল। জনপ্রিয়তায় আইপিএলের ধারে কাছেও নেই লঙ্কান প্রিমিয়ার লিগ, এবারই প্রথম শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। এদিকে, বিদেশিদের কোয়ােরেন্টিনের খরচের বিষয়টিও আছে। সব মিলিয়ে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থগিত করা হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ।
শ্রীলঙ্কান সরকার শর্ত বেধে দিয়েছে, লিগে বিদেশি খেলোয়াড়, স্টাফ, ধারাভাষ্যকার বা টিভি সম্প্রচারক যারাই অন্য দেশ থেকে দেশটিতে যাক তাদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্বাভাবিকভাবেই এর খরচ বহন করতে হতো আয়োজকদের। প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া লঙ্কান লিগ স্থগিতের সিদ্ধান্তে যেটা বড় ভুমিকা রেখেছে।
আগামী নভম্বরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত একটা ফাঁকা উইন্ডো আছে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সহ-সভাপতি রাভিন বিক্রমারত্ব বলছেন, ওই ফাঁকা সময় ধরে এখন এগুচ্ছে তারা, ‘আমরা বিশেষজ্ঞ (করোনাভাইরাস সম্পর্কে) নই। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। ২০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত একটি উইন্ডো আছে । তাই আমরা এই সময় নিয়ে পরিকল্পনা করছি।’
আইপিএল বিষয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টটি আইপিএলের সম্ভাব্য সময়ে হতো। দর্শকের আগ্রহের দিক থেকে এলপিএল আইপিএলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারত না।’