Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে অসদাচরণে শাস্তি: ক্রিসমাসে বাবাকে গিফট দিবেন না ব্রড!


১২ আগস্ট ২০২০ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টুয়ার্ট ব্রড ক্রিকেট বিশ্বে এক নামে পরিচিত। ইংল্যান্ডের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক তিনি। তার বাবা ক্রিস ব্রডেরও কিন্তু বেশ নামডাক আছে। আশি-নব্বয়ের দশকে কাউন্টি ক্রিকেটে পরিচিত নাম ছিলেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যান ইংল্যান্ডে হয়ে ৩৪টি টেস্ট খেলেছেন, ওয়ানডে ২৫টি। প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ মিলিয়ে সাড়ে ছয়শ’র বেশি ম্যাচ খেলেছেন। ক্রিকেট ছেড়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ক্রিস। আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি। বাবা ক্রিসকে এবারের ক্রিসমাসে গিফট দিবেন না স্টুয়ার্ট ব্রড! ঘটনা ওল্ড ট্রাফোর্ড টেস্টে সৃষ্টি।

চলুন খোলাসা করে বলা যাক। ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ওল্ড ট্রাফোর্ড টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ক্রিস ব্রড। ছেলে স্টুয়ার্ট ব্রড ম্যাচে আইসিসির আচোরণবিধি ভঙ্গ করেছেন। পাকিস্তানের ইয়াসির শাহকে আউট করে তার দিকে তেড়ে গেছেন। দু’একটা গালিও ছুড়েছেন। তাতে আইসিসির আচরণবিধির ২.৪ ধারাটি ভেঙেছেন ব্রড।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ছেলে স্টুয়ার্ট ব্রডকে শুনানিতে ডাকেন ম্যাচ রেফারি বাবা ক্রিস ব্রড। দোষ স্বীকার করে নিয়েছেন স্টুয়ার্ট। পরে কপালে জুটেছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা। বাবা ক্রিসই শাস্তি জারি করেছেন স্টুয়ার্টের ওপর। ছেলের নামে একটা ডিমেরিট পয়েন্টও যোগ করেছেন ক্রিস।

মজা করেই কিনা পরে স্টুয়ার্ট ব্রড টুইটারে লিখেছেন, এবারের ক্রিসমাসে গিফট ও কার্ডের তালিকা থেকে বাবার নাম কেটে দিবেন!

গত দুই বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো ডিমেরট পয়েন্ট পেলেন ব্রড। ২০১৮ সালের আগস্টে ভারতের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে এবং গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শাস্তি পেয়েছিলেন তিনি।

আইসিসির নিয়ম মতে, এক বছরের মধ্যে কোন ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে।

ইংল্যান্ড ক্রিকেট জরিমানা স্টুয়ার্ট ব্রড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর