Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে দল না পেয়ে আত্মহত্যা!


১২ আগস্ট ২০২০ ১৬:৫০ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ের সম্ভাবনাময় তরুণ পেসার করণ তিওয়ারিকে ‘জুনিয়র ডেল স্টেইন’ বলে ডাকতেন অনেকে। বোলিং স্টাইল, গতি এবং শারীরীক গঠনও ছিল অনেকটা স্টেইনের মতো। দুদিন আগে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন ২৭ বছর বয়সী এই ক্লাব ক্রিকেটার।

তরুণ ক্রিকেটারের আত্মহননের কারণ খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, কর্মক্ষেত্র না থাকায় প্রচণ্ড হতাশ ছিলেন করণ তিওয়ারি। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এবারের আইপিএলে দল না পাওয়াতে এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে ভীষণ হতাশা প্রকাশ করেছিলেন করণ। বন্ধুকে বলেছিলেন, আত্মহত্যা করবেন।

সোমবার (১০ আগস্ট) সেটাই করেছেন। নিজের শোয়ার ঘরে সিলিং ফ্যানে ঝুলে নিজেকে শেষ করে দিয়েছে হতাশ করণ। আইপিএলের গত মৌসুমে ওয়াংখেড়ে প্রায়ই আইপিএলের দলগুলোকে নেটে বোলিং করেছেন করণ। সেই থেকেই বিশ্বাস জন্মেছিল, এবারের আইপিএলে সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

কিন্তু রাজ্য দলেও সুযোগ মিলেনি তরুণ পেসারের। এদিকে আইপিএলের নিয়ম হচ্ছে, টুর্নামেন্টটিতে খেলতে হলে রাজ্য দলের যেকোনো ক্যাটাগরিতে খেলতে হবে। করণের ঘনিষ্ঠ এক বন্ধু মেনে নিতে পারছেন না এমন বিদায়, ‘ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল। খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিও কদিন আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে। ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে, ভাবতে পারিনি!’

আইপিএল ২০২০ আত্মহত্যা ভারতীয় ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর