সেতিয়েনের বার্সা অধ্যায়ের সমাপ্তি?
১৫ আগস্ট ২০২০ ০৪:২৮
এমন লজ্জা আর অপমানে বার্সেলোনা ঠিক কবে ডুবেছিল তা জানতে ইতিহাসের পাতা খুলে বসতে হবে। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে এটিই কোনো দলের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। শুক্রবার (১৪ আগস্ট) বার্সেলোনার ইতিহাসের কলঙ্ক লেপনের রাত। এমন লজ্জার পরাজয়ের পর পরই প্রধান কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার কথা ভাবছে বার্সেলোনা।
চলতি ২০২০ সালের ১৪ জানুয়ারি আর্নেস্টো ভালবার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয় বার্সেলোনার দায়িত্ব। আর এরপর ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে কাটাতে পারলেন সেতিয়েন। তবে এর ভেতর আবার করোনার কারণে তিন মাস স্থগিত ছিল ফুটবলই। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। তবে এখনও বার্সেলোনার পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি।
দুঃস্বপ্নও যেন এমন ভয়ংকর হয় না যেমনটা ফুটবল ক্লাব বার্সেলোনা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রথম অর্ধেই দেখল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের লিসবনে মুখোমুখি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। যেখানে ম্যাচের প্রথমার্ধেই লিওনেল মেসিদের জালে গোলের হালি উৎসব পূর্ণ করেন থমাস মুলার-রবার্ট লেভান্ডোফস্কিরা। আর দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে কাতালানদের ওপর চলে বাভারিয়ানদের টর্নেডো। শেষ বাঁশি বাজলেই যেন হাফ ছেড়ে বাঁচে মেসিরা কেননা ম্যাচের সমাপ্তি যে হলো বায়ার্নের ৮-২ গোলের জয়ে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে এটিই আট গোলের প্রথম ইতিহাস।
এমন লজ্জার হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে তার পরিবর্তে এদিন সংবাদ সম্মেলনে আসেন জেরার্ড পিকে। আর তিনিই বলেন নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে প্রয়োজনে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন। আর প্রধান কোচ কিকে সেতিয়েনও লুকাতে পারেননি লজ্জা।
তিনি বলেন, ‘এটা অসহ্য কষ্টের একটি পরাজয়। আসলে আমার থাকা না থাকার কথা বলার সময় এটা না। এটা আমার ওপর নির্ভরও করে না।’
বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত সেতিয়েন। বলেন, ‘এটা আসলে জঘন্যতম এক হার। আমাকে এই হার প্রচন্ড কষ্ট দিয়েছে। যেভাবে হেরেছি তাতে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই কিন্তু আমি বেশি কষ্ট পেয়েছি সমর্থকদের জন্য।’
এদিকে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ মুভিস্টার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এটা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে। আমরা এই সিদ্ধান্ত বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগেই নিয়েছি। আজকের দিনটা ক্লাবের সমর্থক এবং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সকলের কাছে ক্ষমা চাওয়ার দিন। আমরা আসলে আজ বার্সেলোনা টিম হিসেবে ছিলাম না।’
এদিকে গুঞ্জন রটেছে কিকে সেতিয়েন বরখাস্ত হলে তার জায়গা নেবেন আর্জেন্টাইন তারকা কোচ মাউরিসিও পচেত্তিনো।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ কিকে সেতিয়েন বরখাস্ত বার্সা কোচ বরখাস্ত বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ