তর্জনী উঁচিয়ে ভাষণ দিচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোকিত দেয়ালে লেখা তার অনন্য সব কীর্তি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও সেই দেয়ালে শোভা পাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি কার্যালয়ের দোতলায় এভাবেই বঙ্গবন্ধুকে সযতনে রাখা হয়েছে।
লাল-সবুজে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর নামে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। সেই কর্নারে বঙ্গবন্ধু যেন চির ভাস্বর ও অম্লান।
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে।
সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ‘মুজিব কর্নার আগে করা হয়েছে। ১৫ আগস্ট বিসিবি সভাপতি এটা দেখেছেন। এটা গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করা হয়েছিল।’