Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরখাস্ত হলেন বার্সা কোচ কিকে সেতিয়েন


১৮ আগস্ট ২০২০ ০০:৪৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ০০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপাহীন মৌসুম এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর বরখাস্ত করা হয়েছে বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনকে। মঙ্গলবার (১৮ আগস্ট) বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বায়ার্ন মিউনিঝের বিরুদ্ধে ৮-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর থেকে গুঞ্জন চাউড় হয়ে ওঠে বরখাস্ত হতে পারেন কিকে সেতিয়েন। আর তার দুদিন পরে বার্সেলোনার বোর্ডের সভা শেষে জানিয়ে দেওয়া হলো সামনের মৌসুমে কাতালানদের ডাগআউটে থাকছেন না কিকে সেতিয়েন। বরখাস্ত হওয়ার আগে বার্সেলোনার ডাগ আউটে ২৫টি ম্যাচ দায়িত্ব পালন করেছেন সেতিয়েন যার মধ্যে ১৬টি জয়, চারটি ড্র এবং হেরেছেন পাঁচটি ম্যাচে।

বিজ্ঞাপন

মৌসুমে মাঝ পথে জানুয়ারিতে আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত করে তার জায়গায় বসানো হয় কিকে সেতিয়েনকে। তবে লা লিগায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পর ত্বরান্বিত হয় সেতিয়েনের বরখাস্তের সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়ার ঠিক সাত মাসের মাথায় চাকরি হারালেন সেতিয়েন।

২০২০ সালের ১৪ জানুয়ারি আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত করে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয় বার্সেলোনার দায়িত্ব। আর এরপর ঠিক সাত মাস বার্সার ডাগ আউটে কাটাতে পারলেন সেতিয়েন। তবে এর ভেতর আবার করোনার কারণে তিন মাস স্থগিত ছিল ফুটবলই। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।

দুঃস্বপ্নও যেন এমন ভয়ংকর হয় না যেমনটা ফুটবল ক্লাব বার্সেলোনা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রথম অর্ধেই দেখল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের লিসবনে মুখোমুখি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। যেখানে ম্যাচের প্রথমার্ধেই লিওনেল মেসিদের জালে গোলের হালি উৎসব পূর্ণ করেন থমাস মুলার-রবার্ট লেভান্ডোফস্কিরা। আর দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে কাতালানদের ওপর চলে বাভারিয়ানদের টর্নেডো। শেষ বাঁশি বাজলেই যেন হাফ ছেড়ে বাঁচে মেসিরা কেননা ম্যাচের সমাপ্তি যে হলো বায়ার্নের ৮-২ গোলের জয়ে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে এটিই আট গোলের প্রথম ইতিহাস।

এমন লজ্জার হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে তার পরিবর্তে এদিন সংবাদ সম্মেলনে আসেন জেরার্ড পিকে। আর তিনিই বলেন নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে প্রয়োজনে তিনি সবার আগে ক্লাব ছাড়বেন। আর প্রধান কোচ কিকে সেতিয়েনও লুকাতে পারেননি লজ্জা।

তিনি বলেন, ‘এটা অসহ্য কষ্টের একটি পরাজয়। আসলে আমার থাকা না থাকার কথা বলার সময় এটা না। এটা আমার ওপর নির্ভরও করে না।’

বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে সেদিনই বেশ চিন্তিত ছিলেন সেতিয়েন তবুও সেদিন জানিয়েছিলেন ভবিষ্যৎ নিয়ে একটুও দুঃশ্চিন্তায় নেই তিনি। সেতিয়েন বলেন, ‘এটা আসলে জঘন্যতম এক হার। আমাকে এই হার প্রচন্ড কষ্ট দিয়েছে। যেভাবে হেরেছি তাতে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই কিন্তু আমি অনেল কষ্ট পাচ্ছি সমর্থকদের জন্য।’

বায়ার্নের বিপক্ষে হারের পরেই বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ মুভিস্টার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এটা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে। আমরা এই সিদ্ধান্ত বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগেই নিয়েছি। আজকের দিনটা ক্লাবের সমর্থক এবং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সকলের কাছে ক্ষমা চাওয়ার দিন। আমরা আসলে আজ বার্সেলোনা টিম হিসেবে ছিলাম না।’

এদিকে গুঞ্জন রটেছে কিকে সেতিয়েন বরখাস্ত হলে তার জায়গা নেবেন বার্সেলোনার ডাচ কিংবদন্তি রোনাল্ড কোম্যান। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

এফসি বার্সেলোনা কিকে সেতিয়েন কিকে সেতিয়েন বরখাস্ত টপ নিউজ বার্সা কোচ বরখাস্ত

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর