Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফেকে নির্বাচন নিয়ে সবুজ সংকেত দিল এএফসি


১৮ আগস্ট ২০২০ ২৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত ১১ আগস্ট আলোচিত ও কাঙ্খিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের সময় চূড়ান্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩ অক্টোবর নির্বাচন করার ঘোষণা দেয়া হয়। বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করে ফেডারেশন। আজ বাফুফেকে চিঠি দিয়ে সবুজ সংকেত দিয়েছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল সংস্থা।

তবে এখনও এ বিষয়ে ফিফা কিছুই জানায়নি। ফিফার জবাবের অপেক্ষায় আছে বর্ধিত সময়ে ক্ষমতায় থাকা বাফুফে।

এএফসির অনুমতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের তারিখ নির্ধারণের পরই আমরা অবহিত করেছিলাম ফিফা ও এএফসিকে। এর মধ্যে এএফসি চিঠি দিয়ে নির্বাচনের অনুমতি দিয়েছে। আমাদের কাছে পাঠানো চিঠির অনুলিপি ফিফাকেও দিয়েছে এএফসি।’

বিজ্ঞাপন

এর আগে গত ২০ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে অক্টোবর ও নভেম্বরের বিশ্বকাপ বাছাই স্থগিত করে দেয় এএফসি করোনার পরিস্থিতিকে বিবেচনায় এনে। এর মধ্যে একই সময়ে নির্বাচন নিয়ে সবুজ সংকেত দিয়েছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল অভিভাবক।

তবে নির্বাচনে এএফসির কোন প্রতিনিধি থাকছে কি না এ বিষয়ে নিশ্চিত করেনি এএফসি। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এএফসি জানিয়েছে তারা প্রতিনিধি পাঠাতে পারবে কি না তা এখনই বলতে পারছে না। না পারলে অনলাইনে তারা এজিএম ও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে বলে উল্লেখ করেছেন’

এ বিষয়ে ফিফা অনুমতি দিলেই নির্বাচনে ফুটবল সংস্থাদের কোন বাধা থাকছে না আর।

এএফসি চিঠি নির্বাচন বাফুফে সবুজ সংকেত