দ্বিতীয় ধাপের পরীক্ষায় এক ক্রিকেটারের করোনা শনাক্ত
১৯ আগস্ট ২০২০ ১০:৫৮
২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর বিকেএসপিতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারদের মধ্যে গতকাল দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে একজনের শরীরে করোনা ধরা পড়েছে। বাকি ১৪ জন নেগেটিভ। আক্রান্ত ক্রিকেটারের নাম ইফতেখার হোসেন ইফতি।
বুধবার (১৯ আগস্ট) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ এম কায়সার।
তিনি জানিয়েছেন, ‘১৫ জনের মধ্যে একজন পজেটিভ এসেছে। নাম ইফতেখার হোসেন ইফতি।’
বলে রাখা ভালো করোনা রিপোর্ট পজিটিভ আসায় ইফতেখার হোসেনকে আইসোলেশনে রেখে চিকিৎসা ব্যবস্থা করবে বিসিবি মেডিকেল ইউনিট। বাকি ১৪ জনের রিপোর্ট নেগেটিভ আসায় তারা সবাই আজই ক্যাম্পে যোগ দিতে বিকেএসপিতে চলে যাবেন।
১৬ আগস্ট প্রথম ও ১৮ আগস্ট দ্বিতীয় ধাপ শেষে ২০ আগস্ট তৃতীয় ও শেষ ধাপে বাকি ১৫ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত ১৬ আগস্ট প্রথম ধাপে ১৫ ক্রিকেটের ও ১২ জন কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। যাদের কেউই করোনা আক্রান্ত নন। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ আগস্ট সবাই ক্যাম্পের উদ্দেশ্যে চলে গেছেন বিকেএসপিতে।