করোনামুক্ত হলেন জাতীয় তিন ফুটবলার
১৯ আগস্ট ২০২০ ১৯:৪৪
ঢাকা: তৃতীয় মেয়াদে কোভিড টেস্টে নেগেটিভ হয়েছেন জাতীয় দলের তিন ফুটবলার। বিশ্বকাপ বাছাই স্থগিত হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকা ফুটবলারদের মধ্যে তিন ফুটবল সদস্য করোনামুক্ত হয়েছেন।
করোনামুক্ত হওয়া তিন ফুটবলার হলেন, দুই গোলরক্ষক শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও স্ট্রাইকার ফয়সাল আহমেদ ফাহিম।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপকে কেন্দ্র করে ক্যাম্প শুরু হয়েছিল ৫ আগস্ট থেকে। বাফুফে উদ্যোগে প্রত্যেক ফুটবলারের করোনা পরীক্ষা করা হয় বেশ কয়েকটি মেয়াদে। দ্বিতীয় মেয়াদে দুই প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করে ফুটবলারদের। দ্বিতীয় মেয়াদের করোনা পজিটিভ আসে সাতজনের। রায়হানসহ তিন জাতীয় ফুটবলারের ফল দুই রকম দেয়ায় এক বিভ্রান্তির জন্ম হয়। এরপরই বিশেষ পর্যবেক্ষণে ছিলেন তিন ফুটবলার। তাদের মধ্যে রায়হান হাসানের নেগেটিভ এসেছে গতকাল।
গতকাল সোমবার (১৮ আগস্ট) আরেকটি পরীক্ষা করায় বাফুফে। সেখানে মাত্র দুজনের পজিটিভ আসে। বাকী সবাই করোনামুক্ত হোন।
এ বিষয়ে বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডা. মো: আলী ইমরান সাংবাদিকদের বলেন, ‘গতকাল (সোমবার) কোভিড টেস্ট করালে মাত্র ২ জনের পজিটিভ আসে। তাদের আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকী সবাই করোনামুক্ত হয়েছেন।’