Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল-হেটমায়ারে গায়ানার টানা দ্বিতীয় জয়


২০ আগস্ট ২০২০ ১২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমো পলের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে একাই টানলেন ফর্মে থাকা শিমরন হেটমায়ার। তরুণ দুই ক্রিকেটারের এক সাথে জ্বলে উঠার দিনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে কাল ৩ উইকেটে জিতেছে গায়ানা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়েছে প্যাট্রিয়টস। কেমো পল আর ইমরান তাহির কোমড় সোজা করে দাঁড়াতে দেয়নি দলটিকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পেরেছে প্যাট্রিয়টস। পল চার ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ইমরান তাহির ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে গায়ানার ইনিংসও ঠিকভাবে এগুতে পারেনি। শুরুটা ভালো হলেও পরে ২৮ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে তিনে নেমে একপ্রান্ত আগলে রেখেছেন শিমরন হেটমায়ার। টপাটপ উইকেট হারিয়েও গায়ানা টানা দ্বিতীয় জয় পেলো মূলত তার ব্যাটেই।

একাই দলের অর্ধেকের বেশি রান করেছেন ২৩ বছর বয়সী তরুণ। ৪৪ বলে ৮ চার ৩ ছয়ে ৭১ রান করেছেন তিনি। গায়ানার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন হেমরাজ। ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩১ রান তুলেছে গায়ানা। প্যাট্রিয়টসের হয়ে ৩১ রানে তিন উইকেট নিয়েছেন রায়াদ ইমরিত। টানা দুই জয়ে সিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে বসেছে গায়ানা।

শিমরন হেটমায়ার সিপিএল ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর