হেরে বায়ার্নকে হারানোর রাস্তা দেখালো লিঁও!
২০ আগস্ট ২০২০ ১৭:৫৪
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পর ম্যানুয়েল নয়ার বলছিলেন, এই বায়ার্ন মিউনিখ যে কোন সময়ের দলের চেয়ে শক্তিশালী। রিবেরি-লাম-রোবেনদের নিয়ে গড়া ২০১৩ সালের ট্রেবলজয়ী দলটাকে অবশ্য বায়ার্ন মিউনিখের ইতিহাস সেরা দল মনে করেন অনেকে। তবে বর্তমান দল সর্বকালের সেরা না হলেও অসাধারণ ফর্মে যে আছে সেটা মানতে হবে সবাইকেই।
চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ফর্মে আছে জার্মানির শীর্ষ ক্লাবটি। সব মিলিয়ে সিঙ্গেল রাউন্ডের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের আসরে এখন পর্যন্ত ৪২ গোল করেছে বায়ার্ন। বিপরীতে গোল খেয়েছে ১৭টি। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে গলির দলে পরিনত করলেন লেভানডফস্কি, মুলাররা। বার্সাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। এর আগে ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি ও টটেনহামকে নিয়েও ছেলেখেলা করেছে বায়ার্ন।
এই বায়ার্ন শিরোপা নিশ্চিত করে তবেই থামবে বলছেন অনেকে। কথাটা পিএসজি সমর্থকদের নিশ্চয় ভালো লাগবে না। নেইমার-এমবাপ্পেদের নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ফাইনালে ফ্রান্সের ক্লাবটির প্রতিপক্ষ স্বপ্নের ফর্মে থাকা এই বায়ার্ন। নিশ্চয় চিন্তিত পিএসজি সমর্থকরা। তবে অলিম্পিক লিঁও’র ফরোয়ার্ড টুকু একাম্বির কথায় স্বস্তি খুঁজতে পারে পিএসজি। একাম্বি বললেন, বায়ার্ন অপরাজেয় নয়।
কাল সেমিফাইনালের দ্বিতীয় লড়াইয়ে বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরেছে লিঁও। তবে ম্যাচের শুরুটা ছিল ফরাসি ক্লাবটিরই। দারুণ প্রেসিং ফুটবলে শুরুতে বায়ার্নকে কাঁপিয়ে দিয়েছিল লিঁও। প্রথম দশ মিনিটেই দুই গোল পেতে পারত দলটি, কিন্তু দুর্ভাগ্য সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি একটিও। নির্দিষ্ট করে বললে, একাম্বিই পেয়েছিলেন ওই দুটি সুযোগ। সুযোগ কাজে লাগাতে না পাড়া লিঁও পরে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে।
একাম্বি মনে করছেন, ওই দুটি গোল পেলে ম্যাচের ভাগ্য অন্যরকমও হতে পারত। ফাইনালে পিএসজির মুখোমুখি হতেন তারাই। লিঁও ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি না তারা অপরাজেয় (বায়ার্ন)। আমরা জানি তারা দারুণ দল। আমরা জানতাম তাদের হারাতে পারব কিন্তু সব কিছু ঠিকঠাক করেও আমরা সেটা করতে পারিনি। আজ (গতকাল) রাতে কিছু জিনিস গোলমাল করায় জিততে পারিনি আমরা।’ নেইমার-এমবাপ্পেদের জন্য এই কথাগুলো নিশ্চয় অনুপ্রেরণার।
একাম্বিরা সেমির শুরুটা যেভাবে করেছিলেন ফাইনালে পিএসজিও যদি সেটা পারে আর পরে তা ধরে রাখতে পারে তবে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেতেও পারে ফ্রান্সের ক্লাবটি। আগামী ২৪ আগস্ট পর্তুগালের লিসবানে শিরোপার লড়াইয়ে নামবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।