Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত


২০ আগস্ট ২০২০ ১৯:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। আপাতত তারা সেলফ-আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তবে কোন দুজন করোনায় আক্রান্ত হয়েছেন বিবৃতিতে সেটা উল্লেখ করা হয়নি।

ওই দুই ক্রিকেটারের বদলে নতুন করে কাউকে ক্যাম্পে অন্তর্ভূক্ত করা হবে না। তবে তারা ভার্চুয়াল মাধ্যমে ক্যাম্পে যুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩২ ক্রিকেটার নিয়ে গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের ‘সাংস্কৃতিক’ ক্যাম্প করছে দক্ষিণ আফ্রিকা। খেলোয়াড়-স্টাফদের নিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে দুইজনের করোনা আক্রান্তের খবর জানালো দেশটির ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

ক্যাম্পে যোগ দেননি তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সদ্য অধিনায়কত্ব ছাড়া দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার।

করোনাভাইরাস ক্রিকেটারের করোনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

বিজ্ঞাপন

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর