দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ ইফতি
২১ আগস্ট ২০২০ ১২:০৯
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের লক্ষ্যে বিসিবির নেয়া দ্বিতীয় ধাপের প্রথম পরীক্ষায় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতির শরীরে করোন ধরা পড়েছিল। কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এবার তার তৃতীয় পরীক্ষা ও তার প্রতিবেদনের অপেক্ষায় বিসিবির গেম ডেভেলপমেন্ট।
গত ১৮ আগস্ট দ্বিতীয় ধাপে ১৫ যুবা ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। সেখানে একমাত্র ইফতেখার হোসেন ইফতি ছাড়া বাকি ১৪ জনের করোনা রিপোর্টই নেগেটিভ আসে। এরপর ইফতিকে আইসোলেশনে রেখে দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয়। আশার কথা হলো সে পরীক্ষায় উতরে গেছেন এই যুবা।
যেহেতু ইফতির একটি রিপোর্ট পজেটিভ এবং একটি নেগেটিভ সেহেতু তার শরীরে করোনা উপস্থিতি সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে তৃতীয় পরীক্ষা ও রিপোর্টের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার।
তিনি জানালেন, ‘আমাদের আগের বারের পরীক্ষায় ইফতির করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তাকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছি। তো তার রিপোর্ট নেগেটিভ এসেছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমরা ওকে তৃতীয়বার পরীক্ষা করাবো। যেহেতু একটা পজেটিভ আর একটা নেগেটিভ।’
প্রসঙ্গত আগামী ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প। আর এই ক্যাম্পের মধ্য দিয়েই গঠন করা হবে নতুন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যারা ২০২২ যুব বিশ্বকাপে অংশ নেবে।
এই লক্ষ্যে গত ১৬, ১৮ ও ২০ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের করোনা পরীক্ষা। তিন দফার পরীক্ষায় মোট ৪৫ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছেন মাত্র একজন। তবে কোচিং স্টাফ ও সাপোর্টিং স্টাফদের ১৬ সদস্যের কারো শরীরেই করোনা ধরা পড়েনি। করোনা পরীক্ষায় উত্তীর্ণরা এই মুহূর্তে বিকেএসপিতে অবস্থান করছেন।
তৃতীয় ধাপেও যুবাদের কেউ করোনা শনাক্ত হননি