Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেভিয়ার ষষ্ঠ নাকি ইন্টারের চতুর্থ


২১ আগস্ট ২০২০ ২০:৩৩

মহামারী করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ হয়েছিল গত মার্চে। ইউরোপে ভাইরাসটির প্রকোপ কিছুটা কমলে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে আবারও যখন ফুটবল মাঠে ফিরল অনেকে অনেক শঙ্কার কথাই শুনিয়েছিলেন। নিয়মিত খেলা কোন ফুটবলার হঠাৎ করোনায় আক্রান্ত হলে কী হবে, করোনার কারণে আবারও ফুটবল বন্ধ করতে বাধ্য হতে হলে কী হবে ইত্যাদি ইত্যাদি। এসব শঙ্কার কথা চিন্তা করেই কিনা পুণরায় লিগ শুরু করার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ! তবে শঙ্কা একপাশে রেখে কিন্তু ফুটবল ভালোভাবেই এগিয়েছে।

বিজ্ঞাপন

করোনাকালে পূণরায় শুরু হওয়া ইউরোপের চার জনপ্রিয় লিগই কোন অঘটনা ছাড়া শেষ হয়েছে। উয়েফার আয়োজনও ঠিকভাবে এগিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দুদিন পর। আজ শুক্রবার (২১ আগস্ট) মাঠে গড়াচ্ছে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল। মুখোমুখি স্পেনের ক্লাব সেভিয়া ও ইতালির ইন্টার মিলান।

ফেভারিট তত্ত্বে কোন দলকে একতরফা এগিয়ে রাখা মুশকিল। তবে ইতিহাস কথা বলছে সেভিয়ার পক্ষে। স্প্যানিশ ফুটবলে খুব একটা সাফল্য না পেলেও ইউরোপা লিগে দারুণ সফল দলটি। মাত্র একবার লা লিগার শিরোপা জেতা সেভিয়া ইউরোপা লিগ জিতেছে পাঁচবার। আর কোন দল এতোবার এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। পাঁচবারের মধ্যে ২০১০ সালের পর থেকেই তিনবার ইউরোপা জিতেছে সেভিয়া।

সাম্প্রতিক ফর্মেও দারুণ অবস্থানে আছে ক্লাবটি। লা লিগায় এবার যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট ছিল সেভিয়ার। মৌসুমজুড়ে লিগে মাত্র ৭ ম্যাচ হারা দলটি কদিন আগে ইউরোপার সেমিফাইনালে ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডে দাঁড়াতেই দেয়নি।

দুর্দান্ত ফর্মে আছে অবশ্য ইন্টার মিলানও। ইতালিয়ান সিরি ‘আ’তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে ক্লাবটি। চ্যাম্পিয়ন জুভেন্টাসের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল ইন্টার। লিগের ৩৮ ম্যাচের মধ্যে ৪ হারের বিপরীতে ২৪ ম্যাচ জেতা ইন্টার ইউরোপা লিগেও দুর্দান্ত ফুটবল খেলেছে। দলটির আক্রমনভাগের দুই তারকা রোমেলু লুকাকু ও লাওতেরো মার্টিনেজ আছেন দুর্দান্ত ফর্মে। দেখা যাক, রাতে শেষ হাসি কার মুখে শোভা পায়।

ইন্টার মিলান উয়েফা ইউরোপা লিগ সেভিয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর