Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কা সফরে এক ভেন্যুতে দুই টেস্ট


২৩ আগস্ট ২০২০ ১৫:৪৯

স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের টেস্টের দুটি ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক্ষেত্রে সম্ভাব্যতার দৌড়ে আপাতত এগিয়ে আছে কলম্বো। তবে অপর ম্যাচের ভেন্যুর সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাওয়নি। যেহেতু অন্যান্য ভেন্যুর তুলনায় রাজধানী কলম্বোয় সুযোগ সুবিধা বেশি সেহেতু সিরিজের সিংহভাগ ম্যাচ এখনেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানালেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বিজ্ঞাপন

করোনাভাইরাস বৈশ্বিক জীবন যাপন তো বটেই ক্রীড়ায়ও অনেক বড় প্রভাব ফেলছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের ক্ষেত্রে দেখা গেছে করোনার সংক্রমণ থেকে ক্রিকেটারাদের সুরক্ষার জন্য তিন ম্যাচ সিরিজের টেস্টের দুটিই একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। অপর ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে। অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজও হয়ত একই ধারাই অনুসরণ করতে যাচ্ছে।

পড়ুন: লঙ্কা সিরিজের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর

রোববার (২৩ আগস্ট) টেস্ট সিরিজের ভেন্যু নিয়ে সারাবাংলার সঙ্গে কথোপকথনকালে আকরাম খান সম্ভাব্যতার দৌঁড়ে এগিয়ে রাখলেন কলম্বোকে।

তিনি জানালেন, ‘কলম্বোতেই দুটি টেস্ট ম্যাচের সম্ভাবনা বেশি। যেহেতু ওখানকার সুযোগ সুবিধা অন্যান্য ভেন্যুর তুলনায় বেশি।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সফরকারী বাংলাদেশের প্রাথমিক দলের অনুশীলন। এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টাইগারদের করোনা পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২০ সেপ্টেম্বর টিম হোটেলে উঠবে টাইগার ম্যানেজমেন্ট। কোচিং স্টাফরা ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে।

এক ভেন্যু দুই টেস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর