পার্টি কখন শেষ হবে জানেন না ফ্লিক
২৪ আগস্ট ২০২০ ০৫:১১
নিকো কোভাচের কাছ থেকে ২০১৯ সালের ডিসেম্বরের মৌসুমের মাঝ পথে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়েছিলেন হানসি ফ্লিক। এরপর বায়ার্নকে নিয়ে গড়লেন ইতিহাসে। ইয়াপ হেইঙ্কসের পর বায়ার্ন মিউনিখকে এনে দিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আর ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পার্টিতে মজবেন ফ্লিকরা তা জানিয়ে দিলেন ম্যাচ পরবর্তী সংবাদসম্মেলনে, তবে পার্টি কখন শেষ হবে তা জানেন না এই জার্মান।
পর্তুগালের লিসবনে ২০১৯/২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয় বায়ার্ন মিউনিখের। ইউরোপিয়ান শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের ইতিহাসের দ্বিতীয় ইউরোপিয়ান ট্রেবলও নিশ্চিত হয় হানসি ফ্লিকের দলের। এর আগে ২০১২/১৩ মৌসুমে ইয়াপ হেইঙ্কসের বায়ার্ন প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রেবল নিশ্চিত করে।
ম্যাচ শেষে নিজের আনন্দ ধরে রাখতে পারেননি ফ্লিক। জানান তার আনন্দের কোনো সীমা নেই। তাই তো এরপর মজবেন পার্টিতে। ফ্লিক বলেন, ‘আমি এখনও জানি না কবে নাগাদ পার্টি শেষ হবে। আমাদের পার্টি করা সাঁজে তখনই যখন আমরা কিছু জয় করি। আমাদের অবশ্যই পার্টি করতে হবে কিন্তু আমি জানি না যে পার্টি কখন শেষ হবে।’
ম্যাচে বাভারিয়ানদের হয়ে একমাত্র গোলটি আসে সাবেক প্যারিসিয়ান খেলোয়াড় কিংসলে কোম্যানের কাছ থেকে। তার সম্পর্কে ফ্লিক বলেন, ‘অবশেষে কোম্যান রোবেন এবং রিবেরির ছায়া থেকে বেরিয়ে এসেছে। কিংসলে দুর্দান্ত একজন খেলোয়াড়। সে আজ দেখিয়ে দিয়েছে যে সে আসলেই গোল করতে জানে।’
ম্যাচে কিংসলে কোম্যানের গোলে বায়ার্ন জয় পেলেও শেষ পর্যন্ত বাভারিয়ানদের ম্যাচে ধরে রাখার নায়ক নিঃসন্দেহে অধিনায়ক এবং গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। নেইমার জুনিয়রের সঙ্গে ওয়ান অন ওয়ান মুহূর্তে জয়ী নয়্যারই। নেইমারের শট দুর্দান্তভাবে ফিরিয়ে দিলে ফিরতি বল আবারও গোলবরাবর শট নেন নেইমার তবে মুহূর্তের মধ্যেই দ্বিতীয় সেভে সাক্ষাৎ গোলের হাত থেকে দলকে রক্ষা করেন নয়্যার।
আর তাই তো ম্যাচ শেষে নয়্যারের স্তুতি গাইতে ভুলেননি ফ্লিক। সংবাদসম্মেলনে ফ্লিক বলেন, ‘এই ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। দুই দলই অনেক সুযোগ পেয়েছে গোল করার। কিন্তু আমাদের আছে বিশ্বের সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর আমাদের ম্যাচে ধরে রেখেছিল।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নস লিগ জয় পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ হানসি ফ্লিক