Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্যানের পরিকল্পনায় নেই সুয়ারেজ


২৫ আগস্ট ২০২০ ১৫:৪৫

কিকে সেতিয়েনকে বিদায় জানিয়ে রোনাল্ড কোম্যানের ঘাড়ে তুলে দেওয়া হয় বার্সেলোনার দায়িত্ব। আর দায়িত্ব নিয়েই কঠিন সব সিদ্ধান্ত নিতে হচ্ছে সাবেক এই বার্সেলোনা কিংবদন্তীকে। বয়স্ক খেলোয়াড়দের দল থেকে বের করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও গ্রহণ করতে হচ্ছে কোম্যানকে। আর এমন সিদ্ধান্তের সামনেই নাকি পড়েছেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

বার্সেলোনা ভিত্তিক রেডিও আরএসি-১ এর দেওয়া তথ্য মতে, সুয়ারেজকে বার্সেলোনায় আর প্রয়োজন নেই বলেই মনে করছেন কোম্যান। আর তাই তাকে আর দলে রাখতে চাননা তিনি। সে কথা মুঠোফোনেই সুয়ারেজকে জানিয়েছেন কোম্যান। কাতালান সংবাদমাধ্যমটি জানিয়েছে কোম্যান সুয়ারেজকে ফোন করে বলেছেন, ‘তুমি আমার পরিকল্পনায় নেই।’

বিজ্ঞাপন

এদিকে ইউরোপিয়ান গণমাধ্যম ক’দিন আগেই জানিয়েছিল সুয়ারেজ বার্সা ছাড়তে চাননা। এ ব্যাপারে সুয়ারেজ বলেছিলেন, ‘আমাকে বার্সেলোনায় দরকার নেই, সে কথা আমাকে সামনাসামনি বলতে হবে।’

সুয়ারেজকে নিয়ে গুঞ্জন উঠেছে সাবেক ক্লাব আয়াক্সেই ফিরছেন তিনি। আর সেখান থেকে বার্সায় আসতে পারেন তরুণ মিডফিল্ডার ভ্যান ডি বিক। আর এ কারণেই সুয়ারেজকে ভ্যান ডি বিকের চুক্তিতেই ঢুকিয়ে দেওয়া হবে। এদিকে সুয়ারেজ বার্সা ছাড়তে নাকচ করাই তার সঙ্গে বার্সেলোনার চুক্তি বাতিল করার কথাও ভাবছে বোর্ড। তবে এতে করে সুয়ারেজকে ক্ষতিপূরণ বাবদ বাকি সময়ের বেতন প্রদান করতে হবে বার্সাকে।

কাতালান রেডিও আরএসি১ এ ব্যাপারে জানিয়েছে, এর মধ্যেই সুয়ারেজের আইনজীবীরা বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল সংক্রান্ত ব্যাপারে আলোচনা শুরু করেছেন। চুক্তি বাতিল হলে বার্সা সুয়ারেজকে কত টাক দেবে, সেটাও আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

বার্সেলোনা রোনাল্ড কোম্যান লা লিগা লুইস সুয়ারেজ স্প্যানিশ ফুটবল

বিজ্ঞাপন

অটোরিকশা সংকটের সমাধান কোথায়?
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

অভিনয় ছাড়তে চেয়েছিলেন অভিষেক
২৬ নভেম্বর ২০২৪ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর