করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা। ফ্রান্সের হয়ে উয়েফা নেশনস লিগে খেলার কথা ছিল পগবার। কিন্তু করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ রেজাল্ট আসায় টুর্নামন্টটিতে খেলা হচ্ছে না তার। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের জাতীয় দলের হেড কোচ দিদিয়ের দেশম।
করোনায় আক্রান্ত হওয়া পগবাকে ন্যূনতম ১৪ দিন বিচ্ছিন্নভাবে থাকতে হবে। ফলে নেশনস লিগের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুমের শুরুর প্রস্তুতিগুলোও মিস করবেন তিনি।
চোটের কারণে এবারের মৌসুমে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন ফরাসি মিডফিল্ডার। চোট কাটিয়ে মাঠে ফিরে অবশ্য দুর্দান্ত ফুটবল খেলছিলেন। ইউনাইটেডের নতুন তারকা ব্রুনো ফের্নান্দেজের সঙ্গে তার রসায়ন ছিল চমৎকার। সব মিলিয়ে লিগে এবার ১৬ ম্যাচ খেলতে পেরেছেন পগবা, গোল করেছেন একটি।