শিরোপা জিতে ইউএস ওপেনের প্রস্তুতি জকোভিচের
৩০ আগস্ট ২০২০ ১৫:০৫
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। আর সেখানে অংশ নেওয়ার আগে প্রস্তুতিটা বেশ ভালোই সারলেন নোভাক জকোভিচ। প্রস্তুতিমূলক ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতেই গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতি সেরেছেন এই নাম্বার ওয়ান তারকা। এই শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে পুরো বছরটা অপরাজেয় হয়েই র্যাংকিংয়ের শীর্ষে থাকলেন তিনি।
এবারের ইউএস ওপেন অনেকটাই রাখঢাক ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবার এই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সবচেয়ে ফেভারিট তারকা তিনিই। কেননা বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেদেরার আগে থেকেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর তাই তো শিরোপা জয়ের রাস্তাটা অনেকটা ফাঁকাই জকোভিচের। আর ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে সেই লক্ষ্যে যে তিনি দৃঢ় তারই জানান দিলেন।
প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের ফাইনালের প্রথম সেটেই হেরে বসেন জকো। কানাডিয়ান মিলোস রাউনিক প্রথম সেট জিতে নিয়েছিলেন ১-৬ গেমে। কিন্তু এরপরে নিজের জাত চেনালেন জকো। পরের দুই সেটে মিলোস রাউনিককে পাত্তায় দেননি। ৬-৩, ৬-৪ গেমে পরের দুই সেট জিতে নিশ্চিত করেন শিরোপা।
এটি জকোভিচের ক্যারিয়ারের ৮০তম শিরোপা। আর ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে এটিপি মাস্টার্স শিরোপা জয়ের ক্ষেত্রে নাদালের সর্বকালের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। এর আগে নাদাল ৩৫টি শিরোপা জিতে এই রেকর্ডের একক আধিপত্য ধরে রেখেছিলেন।
ফাইনালের আগে কঠিন এক ম্যাচে জকোভিচকে চেপে ধরেছলেন আরেক স্প্যানিশ তারকা রবার্তো বাতিস্তা। সেমিফাইনালে এই স্প্যানিশের সঙ্গে প্রায় চার ঘণ্টার লড়াই করতে হয়েছিল জকোভিচকে। এরপর জকোভিচকে ফিজিওথেরাপিও নিতে হয়েছিল।
প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট জয়ের পর জকোভিচ বলেন, ‘আমার শুরুটা একটু ধীর গতির ছিল। কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে আমি ভালো খেলছি, আর মিলোস যেমন ফর্মে ছিল ওর সঙ্গে আমি আমিই খেলেছি। ও দুর্দান্ত খেলছিল তাই ওর বিপক্ষে খেলাটা বেশ কঠিন মনে হচ্ছিল।’
পুরুষ এককের পাশাপাশি মেয়েদের ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন একক জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালের আগে নাওমি ওসাকা ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নেন। আর তাতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিরোপা ঘরে তোলেন আজারেঙ্কা।
ইউএস ওপেন ওয়েস্টার্ন সাউদার্ন ওপেন নোভাক জকোভিচ প্রস্তুতি সারলেন