টি-টোয়েন্টিতে এক দিনে ৮১* এবং ১২৫*!
৩০ আগস্ট ২০২০ ১৬:২৭
আইসিসি সব দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর থেকে এই সংস্করণে অদ্ভূত অদ্ভূত সব রেকর্ডের দেখা মিলছে। কখনো দেখা যাচ্ছে কোনো দলের দশ ব্যাটসম্যান মিলেও দশ রানও করতে পারছে না। কোনো দল আবার ওয়াইড নো’তেই দিচ্ছে বিশের বেশি রান! এদিকে, বেলজিয়ামের শাহেরিয়ার বাট কাল বিস্ময়জগনিয়া দুটি ইনিংস খেললেন।
এই মুহূর্তে বেলজিয়াম, চেক রিপাবলিক ও লাক্সেমবার্গ মিলে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শনিবার এক দিনেই দুই ম্যাচ ছিল বেলজিয়ামের, একটা চেক রিপাবলিকের বিপক্ষে অন্যটা স্বাগতিক লাক্সেমবার্গের বিপক্ষে। পাকিস্তানে জন্ম নেওয়া শাহেরিয়ার বেলজিয়ামের হয়ে পাঁচ নম্বরে নেমে লাক্সেমবার্গের বিপক্ষে করেছেন অপরাজিত ৮১ রান। একই দিনে চেক রিপাবলিকের বিপক্ষে ছয়ে নেমে অপরাজিত ছিলেন ১২৫ রান করে। এটা বিশ্বরেকর্ড
অতীতে টি-টোয়েন্টিতে ছয় নম্বরে নেমে সেঞ্চুরি করতে পারেননি কেউই। ছয়ে আগের সর্বোচ্চ ছিল ৮৭ রান। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়ে নেমে ৪৭ বলে ৮৭ করেছিলেন ইংল্যান্ডের স্যাম বিলিংস।
চেক রিপাবলিকের বিপক্ষে শাহেরিয়ার ক্রিজে গিয়েছিলেন নবম ওভারে। তার আগে ৪১ রান তুলতেই ৪ উইকেট নেই তার দল বেলজিয়ামের। ক্রিজে গিয়ে বাকি ৭২ বলের ৫০টিই খেলেছেন শাহেরিয়ার, রান করেছেন ১২৫টি। ইনিংসে চার মেরেছেন ১১টি, ছক্কা ৯টি। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ৯৮ রান। শাহেরিয়ার ঝড়ে শেষ পর্যন্ত ২০ ওভারে বেলজিয়ামের সংগ্রহ দাঁড়ায় ১৯৭ রান। পরে চেক রিপাবলিকের ইনিংস থেমেছে ১৫১ রানে। যাতে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন শাহেরিয়াররা।
একই দিনের আরেক ম্যাচে লাক্সেমবার্গের বিপক্ষে ৮১ রান করতে ৪৫ বল খেলেছেন পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটার। এই ইনিংসে চারের মার ছিল ৪টি, ছক্কা ৭টি। ম্যাচটাতে ৩৭ রানের জয় পেয়েছে বেলজিয়াম। শেষ পর্যন্ত ৮ ওভারে ১৬৫ রান তোলে শাহেরিয়ারের দল। পরে লাক্সেমবার্গ ৮ উইকেটে ১২৮ রান তুলতে পেরেছে।