Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবাড়ুর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যৌথ চ্যাম্পিয়ন রাশিয়া-ভারত


৩১ আগস্ট ২০২০ ০৩:২৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবা অলিম্পিয়াডে নজিরবিহীন ঘটনা। এমনিতেই করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো অনলাইনে। তার ওপর এবার ফাইনাল ম্যাচেই কি না ইন্টারনেট সংযোগের বাগড়া। আর তাতেই আলাদাভাবে সোনার মেডেলটি পেল না কেউ। যৌথভাবে সেই মেডেল গেল রাশিয়া আর ভারতের ঘরে। কর্তৃপক্ষও স্বীকার করে নিয়েছে, ‘নজিরবিহীন’ পরিস্থিতি তৈরি হওয়াতেই তাদের হাতে বিকল্প কিছু ছিল না।

হ্যাঁ, দাবা অলিম্পিয়াডের ফাইনাল ম্যাচেই ভারতের দু’জন দাবাড়ুর ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। আর সে কারণেই ফাইনাল ম্যাচে কোনো ফল বেরোয়নি। যৌথ চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া ও ভারত।

বিবিসির খবরে বলা হয়, ৪৪তম দাবা অলিম্পিয়াড এ মাসে রাশিয়ায় আয়োজন হওয়ার কথা ছিল। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রেক্ষাপটে সেই আয়োজন একবছরের জন্য স্থগিত করা হয়। এর বদলে এ বছর প্রথমবারের মতো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় অনলাইনে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের দুই প্রতিযোগীর। ফলে নির্ধারিত সময়ে চাল দিতে ব্যর্থ হন তারা। তবে তার জন্য তাদের হারতে হয়নি। প্রতিযোগী দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় বিবৃতিতে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট আরকেডি ডরকোভিচ বলেন, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রভাব অনলাইন দাবা অলিম্পিয়াড প্রতিযোগিতাতেও পড়েছে। ইন্টারনেট সংযোগের এই সমস্যা বেশকিছু দেশে প্রকটভাবে দেখা দেয়, যার একটি ভারত। তাতে করে ফাইনাল ম্যাচ চলাকালে ভারতের দু’জন প্রতিযোগী বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওই সময় ম্যাচের ফল অনুমান করার মতো অবস্থা ছিল না।

এ পরিস্থিতিতে দাবা ফেডরেশনের আপিল কমিটি সিদ্ধান্ত নিতে বসে। সেখানে ‘সর্বসম্মতি’ না মিললেও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে রাশিয়া ও ভারতকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।

গত জুলাইয়ে শুরু হওয়া এই অনলাইন দাবা অলিম্পিয়াডে ১৬০টিরও বেশি দেশ অংশ নেয়। আর কেবল ফাইনাল ম্যাচই নয়, এর আগেও অন্য ম্যাচ নিয়েও বিতর্ক ও সমালোচনা হয়। আরমেনিয়া অভিযোগ করে, গত শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচের সময় তাদের একজন দাবাড়ু সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তাকে সময়ের সাপেক্ষে পরাজিত ঘোষণা করে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আরমেনিয়া আপিল করলে সে আপিলও নাকচ হয়ে যায়। প্রতিবাদে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় দেশটি।

অনলাইন দাবা অলিম্পিয়াড আন্তর্জাতিক দাবা ফেডারেশন ইন্টরনেট সংযোগ টপ নিউজ দাদা দাবা অলিম্পিয়াড যৌথ চ্যাম্পিয়ন রাশিয়া-ভারত সংযোগ বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর