Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরামহীন’ মেসির বিশ্রাম


১০ মার্চ ২০১৮ ১৬:৪৬

সারাবাংলা ডেস্ক

চলতি মৌসুমে বিরতিহীনভাবে দুর্দান্ত পারফম্যান্স দেখিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কেননা, সময়টা ভালো যাচ্ছে দলের প্রধান তারকা লিওনেল মেসির। প্রতিটি ম্যাচেই মেসির পায়ের জাদুতেই সাফল্য ধরা দিচ্ছে বার্সার হাতে। ব্যক্তিগত কারণে এবার বিশ্রাম নিয়েছেন আর্জেন্টাইন আইকন।

লা লিগার আসন্ন ম্যাচে বার্সার প্রতিপক্ষ মালাগা। আর মালাগার বিপক্ষে ম্যাচে খেলবেন না মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, তৃতীয় ছেলে সিরো মেসির জন্মের আগমনের কারণেই বাবা মেসি এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত জানান। বার্সা কোচও তাতে আপত্তি করেননি। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে মেসিকে চাইছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে।

এই মৌসুমে স্প্যানিশ লা লিগার ২৭ ম্যাচের ২৬টিই খেলেছেন মেসি। শুধু কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ম্যাচটিই খেলেননি। স্কোয়াডে রাখা হলেও সেই ম্যাচে নামার প্রয়োজন হয়নি বার্সার প্রাণভোমরার।

২০১৭-১৮ মৌসুমে স্প্যানিশ লা লিগায় বার্সার হয়ে গোল করেছেন ২৪টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ৩২ গোল। নতুন মৌসুমে টানা খেলার মধ্যেই রয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০০৪ সালে বার্সার হয়ে অভিষেক হওয়ার পর এবারই সবচেয়ে টানা বেশি ম্যাচ খেলেছেন মেসি। এছাড়া, ২০১৪ সালে লুইস এনরিকের অধীনে টানা ১০টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। ১১তম ম্যাচে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। ইতোমধ্যে টানা খেলার সেই রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছেন মেসি।

বিজ্ঞাপন

নতুন মৌসুমে খেলোয়াড়দের ‘রোটেশন’ পদ্ধতিতে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন ভালভারদে। কিন্তু, মেসিকে বিশ্রাম দেওয়ার বিলাসিতা দেখাননি। লুইস সুয়ারেজ বাজে ফর্মে থাকায় আর নেইমার পিএসজিতে চলে যাওয়ায় মেসির উপর দিয়েই প্রায় সব ধকল গিয়েছে। ফরাসি তারকা ওসমান দেম্বেলেকে দলে ভেড়ালেও তিনি বারবার ইনজুরিতে পড়েছেন। ব্রাজিল তারকা ফিলিপে কুতিনহো এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তাই আর্জেন্টাইন সুপারস্টারেই ভরসা করতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

এ মুহূর্তে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে মেসি অ্যান্ড কোং। ২৭ ম্যাচ খেলে ২১টি জয় আর ৬টি ড্র নিয়ে সর্বোচ্চ ৬৯ পয়েন্ট কাতালানদের। এখনও অপরাজিত বার্সার পেছনে রয়েছে সমান ম্যাচ খেলে ৬১ পয়েন্ট পাওয়া অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৭ ম্যাচ খেলে তিনে ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আর ৫৩ পয়েন্ট নিয়ে চারে ভ্যালেন্সিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর