Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ বছরে মেসি পাবেন ৭৫০ মিলিয়ন ইউরো!


৩১ আগস্ট ২০২০ ১৪:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার (২৫ আগস্ট) বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছেন লিওনেল মেসি। আর তারপর থেকেই গুঞ্জন ম্যানচেস্টার সিটিতেই নাম লেখাতে চান এই আর্জেন্টাইন কিংবদন্তি। ধারণা করা হয়েছিল বিশাল বেতনের প্রস্তাব সিটির কাছ থেকে পেতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে তা যে ইউরোপিয়ান গণমাধ্যমকেও চমকে দিবে তা হয়ত ভাবেনি কেউই।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত মেসিকে দেওয়া ম্যানচেস্টার সিটি লোভনীয় আর্থিক প্রস্তাব প্রকাশ করেছে। যেখানে মাত্র পাঁচ বছরেই ৭৫০ মিলিয়ন ইউরো ঢুকবে লিওনেল মেসির পকেটে।

বার্সেলোনার বোর্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ক্লাব ছাড়ার কথা ভাবছিলেন লিওনেল মেসি। যা আরও ত্বরান্বিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জার হারের পর। আর ২৫ আগস্ট তা বাস্তবে পরিণত হলো। লিওনেল মেসি ট্রান্সফারের জন্য ক্লাবকে অনুরোধ পত্র পাঠিয়েছেন। আর তাকে দলে ভেড়াতে মেগা প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন

এক নজরে দেখে মেসিকে দেওয়া প্রস্তাব:

ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে মোট পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়াতে চলেছেন। যার মধ্যে প্রিমিয়ার লিগে ম্যান সিটির হয়ে খেলবেন তিন মৌসুম আর বাকি দুই মৌসুম সিটি গ্রুপের আরেকটি দল নিউ ইয়র্ক এফসির হয়ে যুক্তরাষ্ট্রের এমএলএস’এ খেলবেন। এই পাঁচ বছরের চুক্তিতে মেসি প্রতি সপ্তাহেই উপার্জন করবেন প্রায় ১ মিলিয়ন ইউরো। আর বোনাসসহ লিওনেল মেসি পাঁচ বছরের চুক্তিতে পাবেন মোট ৫০০ মিলিয়ন ইউরো।

ছয়বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি বার্সা বোর্ডের বিপক্ষে যুদ্ধে নেমেছেন। সিটিজেনদের হয়ে ৩৬ বছর বয়স পর্যন্ত খেলবেন লিওনেল মেসি। আর এরপর পাড়ি জমাবেন এমএলএস’এ। আর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেই ২৫০ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে পাবেন লিওনেল মেসি। অর্থাৎ সব মিলিয়ে পাঁচ বছরের চুক্তিতে ৭৫০ মিলিয়ন ইউরো ঢুকবে লিওনেল মেসির পকেটে।

মেসির এমন চুক্তি এফএফপি এড়াতেও সাহায্য করবে।

দলবদল নিউ ইয়র্ক এফসি বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি লোভনীয় আর্থিক প্রস্তাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর