Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেটের পীড়ায় ভুগছেন মুমিনুল


১ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক। শরীরে ডায়রিয়া হানা দিয়েছে তাই গত দু’দিন অনুশীলনে আসতে পারেননি। তবে অবস্থা খুব একটা গুরুত্বর নয়। আপাতত কিছুটা সুস্থ আছেন। পুরোপুরি সুস্থ হলেই লঙ্কা সিরিজের প্রস্তুতিতে যোগ দিবেন।

করোনাকালে বিসিবি’র ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সেই শুরু থেকেই একক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুমিনুল হক। কিন্তু গতকাল থেকে শুরু হওয়া পঞ্চম ধাপের অনুশীলনে তাকে দেখা যায়নি। আজও নেই। কিন্তু কেন? জানতে যোগাযোগ করা হলো বিসিবি’র মেডিকেল বিভাগের সঙ্গে। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন তার ডায়রিয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারাবাংলাকে তিনি এখবর নিশ্চিত করেছেন।

দেবাশীষ জানালেন, ‘ওর ডায়রিয়া হয়েছে। তাই অনুশীলনে আসতে নিষেধ করেছি। ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছে। সুস্থ হলেই অনুশীলনে যোগ দিবে।’

টেস্ট অধিনায়ক পেটের পীড়ায় ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর