Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাদূর্গত ৩০০ পরিবারের পাশে মুশফিকের ফাউন্ডেশন


১ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহামারী করোনাভাইরাসের আক্রমণে দিশেহারা পুরো পৃথিবী। বাংলাদেশও সেই আক্রোশের শিকার। এদিকে, অতি বর্ষণের কারণে বন্যাও দেখা দিয়েছে। করোনাভাইরাস ও বন্যা মিলে দেশের কিছু অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। অসহায় হয়ে পড়েছেন সেই সব অঞ্চলের নিম্ন আয়ের মানুষরা। অসহায় এই মানুষদের পাশে দাঁড়াল মুশফিকুর রহিম ফাউন্ডেশন।

মুশফিকের নিজ জেলা বগুড়ার সারিয়াকান্দিতে ৩০০ বন্যাদূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুশফিকুর রহিম ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক।

মুশফিক লিখেছেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শানার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য, আর নদীর দু’পাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে করোনার ছোবল, তার উপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।

বিজ্ঞাপন

চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে, বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে, বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের “মুশফিকুর রহিম ফাউন্ডেশন” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাচ্ছি।’

উল্লেখ্য, আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অনেকদিন ধরেই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন মুশফিকুর রহিম। মাঝে কয়েকদিন নিজ জেলা বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে।

করোনাভাইরাস মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ফাউন্ডেশন