Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা ছেড়ে সেভিয়ায় রাকিতিচ


১ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৪

দু’বছর ধরেই ইভান রাকিতিচের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যে কাতালান ক্লাবটির নতুন কোচ রোনাল্ড কোম্যান এসেই জানিয়ে দিলেন তার পরিকল্পনায় ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের জায়গা নেই। তখন থেকেই বুঝা যাচ্ছিল যে, বার্সা অধ্যায় সমাপ্ত হতে হাচ্ছে রাকিতিচের। আজ পাওয়া গেল আনুষ্ঠানিক নিশ্চয়তা। বার্সেলোনা ছেড়ে পুরনো ঠিকানা সেভিয়ায় নাম লিখিয়েছেন রাকিতিচ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সেভিয়া। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন রাকিতিচ। সেভিয়ায় প্রতি মৌসুমে ৩০ লাখ ইউরো উপার্যন করবেন ক্রোয়াট মিডফিল্ডার। বার্সায় মৌসুমপ্রতি আয় করতেন প্রায় ৮০ লাখ ইউরো।

বিজ্ঞাপন

শালকে থেকে ২০১১ সালের জানুয়ারিতে সেভিয়ায় গিয়ে একটা সময় স্প্যানিশ ক্লাবটির নেতা হয়ে উঠেছিলেন রাকিতিচ। ২০১৪ সালে তার নেতৃত্বে ইউরোপা লিগ জেতে দলটি। সেই বছরই প্রায় দুই কোটি ইউরো খরচ করে তাকে কিনেছিল বার্সেলোনা। বার্সায় এসে অবশ্য নিজের স্বাচ্ছন্দের পজিশনটা পাননি। তবুও সেস ফ্যাব্রিগাসের চার নম্বর জার্সি গায়ে কয়েকটা মৌসুম দারুণ খেলছিলেন।

২০১৫ সালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। ওই ম্যাচে বার্সায় হয়ে প্রথম গোলটা করেন রাকিতিচ। সব মিলিয়ে ছয় মৌসুমে ৩১০ ম্যাচ খেলে গোল করেছেন ৩৬টি। চারটি করে লা লিগা ও কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ বার্সার হয়ে মোট ১৩টি শিরোপা জিতেছেন ৩২ বছর বয়সী তারকা।

ইভান রাকিতিচ বার্সেলোনা সেভিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর