Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃথা গেল রাসেল ঝড়


২ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৬

যখন উইকেটে গেলেন জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ৪৮ বলে ১০১ রান। যে কোন উইকেটে যে কারও জন্যই কঠিন। আন্দ্রে রাসেল কঠিন রাস্তা পেরুতে ঝড় তুললেন ব্যাটে। দলকে অবশ্য জেতাতে পারেননি, তবে দুর্দান্ত একটা ফিফটি পেয়েছেন। মাত্র ২৩ বল খেলে ৫০ রানে অপরাজিত ছিলেন। তবুও তার দল জ্যামাইকা তালাওয়াশ হেরেছে ১৯ রানে।

কাল জ্যামাইকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। পরে জবাব দিতে নেমে রাসেল ঝড়ের পরও ১৬৫ রানে থেমেছে জ্যামাইকার ইনিংস। এ নিয়ে সাত ম্যাচর প্রতিটিতেই জিতল ত্রিনবাগো। অপর দিকে জ্যামাইকা সাত ম্যাচ খেলে চার নম্বর হারের সাক্ষী হলো।

বিজ্ঞাপন

ত্রিনবাগোর ১৮৪ রানের সংগ্রহে বড় অবদান কিউই ব্যাটসম্যান কলিন মুনরোর। চারে নেমে ৫৪ বলে ১০ চার ১ ছয়ে ৬৫ রান করেছেন তিনি। ১১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন সুনিল নারিন। পরে জবাব দিতে নেমে জ্যামাইকার হয়ে ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন রাসেল। তার ২৩ বলে ৫০ রানের ইনিংসটিতে চারের মার ৫টি, ছক্কা ৪টি। এছাড়া জ্যামাইকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন গ্লেন ফিলিপস।

দিনের অপর ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বার্বাডোজ। প্রথমে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় বার্বাডোজ। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন মিচেল স্যান্টনার। গায়ানার হয়ে চার ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় চার উইকেট নিয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক।

পরে জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে মাত্র দুটি উইকেট হারিয়েই জয়ের জন্য ৯৩ রান তুলে ফেলে গায়ানা। দলটির পক্ষে ওপেনার ব্র্যান্ডন কিং ৫১ রান করেছেন।

বিজ্ঞাপন

আন্দ্রে রাসেল সিপিএল ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর